যশোর আজ শনিবার , ২৫ ডিসেম্বর ২০২১ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

নতুন বছরে অভিনেতা অক্ষয় ২ হাজার কোটি রুপি আয় করবেন

প্রতিবেদক
Jashore Post
ডিসেম্বর ২৫, ২০২১ ৭:২০ পূর্বাহ্ণ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। সবচেয়ে বেশি আয় করা অভিনেতাদের একজন তিনি। নতুন বছরে তিনি ২ হাজার কোটি রুপি আয় করবেন বলে বক্স অফিস বিশ্লেষকদের ধারণা। এ প্রসঙ্গে অক্ষয় কুমার বলেন, ‘২০২২ আমার জন্য অসাধারণ একটি বছর হবে বলে মনে করছি।

কিন্তু যদি গত দু’টি বছর থেকে শিক্ষা নিই তাহলে,কোনোকিছুই নিশ্চিত নয়। দেখি শেষ পর্যন্ত কী হয় এবং আগামী বছর এই সময়ে আমরা বক্স অফিস নিয়ে একই আলোচনা করতে পারি কিনা।

করোনা মহামারির কারণে অক্ষয় কুমারের বেশ কয়েকটি সিনেমা আটকে গেছে। বেশ কয়েকটি সিনেমা শুটিং শেষে মুক্তির অপেক্ষায়। নতুন বছরে তার আটটি সিনেমা ও একাধিক ওয়েব সিরিজ মুক্তির কথা রয়েছে। বক্স অফিস বিশ্লেষকদের মতে,এগুলোর স্যাটেলাইট ও স্ট্রিমিং স্বত্ব মিলিয়ে আনুমানিক আয় ২ হাজার কোটি রুপি হবে।

কয়েকদিন আগে অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘সূর্যবংশী’ মুক্তি পায়। বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে এটি। করোনাকালেও ভারতীয় বক্স অফিসে ২০০ কোটি রুপি আয় করেছে রোহিত শেঠি পরিচালিত সিনেমাটি।এদিকে ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে অক্ষয়ের ‘আতরাঙ্গি রে’।এছাড়া ‘বচ্চন পান্ডে’, ‘পৃথ্বীরাজ’, ‘রাম সেতু’, ‘রক্ষা বন্ধন’ প্রভৃতি সিনেমায় দেখা যাবে তাকে।

সর্বশেষ - সারাদেশ