আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার সদর উপজেলায় ডোবার পানিতে পড়ে মিজানুর রহমান ( ৩) এবং জান্নাতি আক্তার ( ৪ ) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দু’জনে সম্পর্কে মামা এবং ভাগনি।
বৃহস্পতিবার ( ২৭ জুলাই ) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের শিমুলতাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর ওই গ্রামের আনছার আলীর ছেলে এবং জান্নাতি আজাদুল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, এদিন দুপুরে মিজানুর ও জান্নাতি বাড়ির উঠানে খেলছিল। খেলতে খেলতে সবার অজান্তে নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ীর পাশের একটি ডোবায় তাদের মরদেহ ভাসতে দেখা যায়।
এ ব্যাপারে বাদিয়াখালি ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম সবুজ বলেন,ওই এলাকায় বোবার পানিতে ডুবে দু’জন শিশুর মৃত্যুর খবর শুনেছি।এ ঘটনায় অত্রালাকায় শোকেরশায় নেমে এসেছে।