যশোর আজ সোমবার , ৩১ জানুয়ারি ২০২২ ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

হোল্ডারের ডাবল হ্যাটট্রিকে ক্যারিবীয়দের সিরিজ জয়

প্রতিবেদক
Jashore Post
জানুয়ারি ৩১, ২০২২ ১১:৩৬ পূর্বাহ্ণ
হোল্ডারের ডাবল হ্যাটট্রিকে ক্যারিবীয়দের সিরিজ জয়
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

সিরিজ নির্ধারণী পঞ্চম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৭ রানে হারিয়েছে স্বাগতিক দল। তাতে ৫ ম্যাচের সিরিজ ৩- ২ ব্যবধানে নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটে টানা চার বলে ৪ উইকেট নেওয়ার বিষয়টি ‘ডাবল হ্যাটট্রিক’ হিসেবে পরিচিত।

যার সঙ্গে প্রথম পরিচয় করিয়েছেন লঙ্কান গ্রেট লাসিথ মালিঙ্গা। সচরাচর এমনটা দেখতেও পাওয়া যায় না। তেমন বিরল কীর্তি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ জিতিয়েছেন জেসন হোল্ডার।

নাটকীয় সেই মুহূর্তটি ছিল ইংল্যান্ডের ইনিংসের শেষ ওভারে। প্রয়োজন ছিল ২০ রান। হোল্ডার প্রথম বলটি নো করেছিলেন। পরের বলে রান দেননি কোনও। কঠিন হয়ে যাওয়া পরিস্থিতিতে মেরে খেলার খেসারত দেয় ইংলিশ ব্যাটাররা। দ্বিতীয় বলে বাউন্ডারি লাইনে ক্যাচ হন ক্রিস জর্ডান।

তৃতীয় বলে ঝড় তুলেতে থাকা স্যাম বিলিংসকেও একই কায়দায় হোল্ডার ক্যাচ বানিয়েছেন। দুটি ক্যাচই নিয়েছেন হেইডেন ওয়ালশ। চতুর্থ বলে আদিল রশিদকে ফেরালে পূরণ হয় হ্যাটট্রিকের। পঞ্চম বলে নেন সাকিব মাহমুদের উইকেট। শেষ এই উইকেট তুলে নিলে ১৬২ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড।

টি-টোয়েন্টিতে ডাবল হ্যাটট্রিকের ঘটনা ঘটলো ৪টি। প্রথমবার লাসিথ মালিঙ্গার পর আফগানিস্তানের রশিদ খানও একই কীর্তি গড়ার গৌরব অর্জন করেছেন। তৃতীয় নজিরটি রেখেছেন আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার। আর সর্বশেষ জেসন হোল্ডার।

বারবাডোসে শুরুতে টস জিতে ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজ।৪ উইকেটে করেছে ১৭৯ রান। শেষ দিকে ঝড়ো ব্যাটিং করেছেন অধিনায়ক কিয়েরন পোলার্ড ও রোভম্যান পাওয়েল। ২৫ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন পোলার্ড। মেরেছেন দুটি ছয়। পাওয়েল ১৭ বলে ৪ ছক্কায় ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।

জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ইংল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন জেমস ভিন্স। খেলেছেন ৩৫ বলে ৫৫ রানের দুর্দান্ত একটি ইনিংস। আকিল হোসেন তাকে ফেরানোর পর ছন্দপতন ঘটে ইংলিশদের। তার ৩০ রানে ৪ উইকেট শিকারে এক পর্যায়ে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ১১৯ রানে ৬ উইকেট।

তখনও স্যাম বিলিংস ক্রিজে থাকলেও হোল্ডারের শেষ ওভারের বোলিং সমাপ্তি ঘটিয়েছে সব কিছুর।২৭ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা ছিলেন হোল্ডার। ক্যারিয়ার সেরা বোলিংয়ে সিরিজ সেরাও হয়েছেন তিনি।

সর্বশেষ - লাইফস্টাইল