যশোর আজ শুক্রবার , ১ অক্টোবর ২০২১ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ঢাবির ভর্তি পরীক্ষা চবিতে অনুষ্ঠিত

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ১, ২০২১ ৪:৩১ অপরাহ্ণ
ঢাবির ভর্তি পরীক্ষা চবিতে অনুষ্ঠিত
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার:: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ( চবি ) ক্যাম্পাসের বিভিন্ন ভবনে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ( ঢাবি ) ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা। পরীক্ষা চলাকালীন হলের বাইরে অপেক্ষারত একাধিক অভিভাবক জানান, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চবির সার্বিক ব্যবস্থাপনায় খুশি তারা।

শুক্রবার ( ১ অক্টোবর ) চবিতে বেলা ১১টায় ঢাবির ‘ক’ ইউনিটের ১১ হাজার ১৯৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বিজ্ঞান অনুষদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

চট্টগ্রাম শহরের বহদ্দারহাট থেকে ভর্তিচ্ছু মেয়েকে নিয়ে চবি ক্যাম্পাসে এসেছেন আবুল মনসুর চৌধুরি। তিনি বলেন, ‘সার্বিক ব্যবস্থাপনায় অখুশি হওয়ার মতো কিছু পাইনি। অভিভাবকদের জন্য টয়লেটের ব্যবস্থা রয়েছে। ক্যাম্পাসে কোনো যানজট নেই, গোছালো লাগছে সবকিছু।

নগরের আন্দরকিল্লা থেকে আসা রুমি দেব বলেন, ‘ঢাকার পরিবর্তে স্থানীয় শহরে পরীক্ষা হওয়ায় অনেক সুবিধা হচ্ছে। সময় যেমন বাঁচছে তেমনি ভোগান্তিও কমেছে। ক্যাম্পাস বড় হওয়ায় বসতেও সুবিধা হচ্ছে। সার্বিক ব্যবস্থাপনাও খুব ভালো।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডঃ রবিউল হাসান ভূঁইয়া জানান, ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত রয়েছে। পরীক্ষারহলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। হলের সামনে হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ