যশোর আজ সোমবার , ২৯ জানুয়ারি ২০২৪ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ডলার সংকট কেটে যাবে শিগগিরইঃসালমান এফ রহমান

প্রতিবেদক
Jashore Post
জানুয়ারি ২৯, ২০২৪ ৭:২৩ অপরাহ্ণ
ডলার সংকট কেটে যাবে শিগগিরইঃসালমান এফ রহমান
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

জৈষ্ঠ্য প্রতিবেদক :: শিগগিরই ডলার সংকট কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। তিনি বলেন,বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই ডলারের সমস্যার সমাধান হবে।

সোমবার ( ২৯ জানুয়ারি ) দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ( বিডা ) ভবনে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, সম্প্রতি আমদানি অনেকটা কমে গেছে। তারপরও ডলারের ওপর চাপ থাকছে। এই মুহূর্তে দুটো জিনিস চাপ কমাতে সহযোগিতা করতে পারে। একটি হলো—রেমিটেন্স বাড়াতে হবে এবং আরেকটি হচ্ছে রপ্তানি বাড়াতে হবে। এগুলো বাস্তবায়নের মাধ্যমে ডলার সংকট শিগগির কেটে যাবে।

মূল্যস্ফীতির বিষয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি বাড়ার অন্যতম কারণ আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি। এছাড়াও দেশের বাজারে কিছু পণ্যের দাম অযৌক্তিভাবে বেড়েছে। এসব ক্ষেত্রে সরকারের পদক্ষেপে এরই মধ্যে দাম কিছুটা কমেছে।

বিষয়টি নিয়ে অন্যান্য মন্ত্রণালয়কে নিয়ে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। অচিরেই দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে আসবে বলে জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।

 

সর্বশেষ - সারাদেশ