যশোর আজ রবিবার , ২৬ ডিসেম্বর ২০২১ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

র‌্যাবের অভিযানে ক্লুলেস হত্যাকান্ডে জড়িত ৪ আসামী গ্রেফতার

প্রতিবেদক
Jashore Post
ডিসেম্বর ২৬, ২০২১ ৬:৪১ অপরাহ্ণ
র‌্যাবের অভিযানে ক্লুলেস হত্যাকান্ডে জড়িত ৪ আসামী গ্রেফতার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

যশোর প্রতিনিধি :: যশোরে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন র‌্যাবের অভিযানে ক্লুলেস আলামিন হত্যাকান্ডে জড়িত ৪ আসামীকে গ্রেফতার হয়েছে। এলাকার অপরাধ দমনে র‌্যাবের সফল অভিযানে ৪ খুনী গ্রেফতার ঘটনাকে স্বাগত জানিয়েছেন যশোরবাসী।

শুক্রবার ( ২৪ডিসেম্বর ) যশোর ও মাগুরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা ঐ ৪ আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো যশোর জেলার সাতমাইল গ্রামের হযরতআলীর ছেলে মোঃ আলামিন (২১), মাগুরা জেলার শালিকা থানাধীন বুনাগাতী রামপুর গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে মোঃ জুয়েল খান (২৩) একই গ্রামের সেলিম হোসেনের ছেলে মোঃ হারুণ অর রশীদ (২৭) ও যশোরের কতোয়ালী থানধীন রায়পাড়া গ্রামের সুলতান মল্লিকের ছেলে রাসেল (৩২)।

র‌্যাব-৬ এর দেওয়া প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়,গত ৯ ডিসেম্বর২১ইং তারিখে মাগুরা সীমাখালী থেকে ৩জন যাত্রী নিয়ে বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া যাওয়ার পথে নিঁখোজ হয়। ভিকটিমের পরিবারের সদস্যরা এলাকায় মাইকিং সহ খোঁজাখুজি করে না পেয়ে মাগুরা শালিখা ও ভাঘারপাড়া থানায় অভিযোগ করেন।

১১ডিসেম্বর পরিবারের সদস্যরা জানতে পারে ভিকটিম আলামিনের মৃত দেহ যশোর জেলার বাঘারপাড়া থানাধীন বুধোপুর গ্রামস্থ লিচু বাগানের ভিতর পড়ে আছে। এ সংক্রান্তে ভিকটিমের বাবা বাদী হয়ে বাঘারপাড়া থানায় অজ্ঞাতনামা আসামীদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৬ ও তারিখ ১১-১২-২০২১ইং।

মামলাটি র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের একটি চৌকস দল ছায়া তদন্ত শুরু করে হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় উপরোক্ত নামীয় হত্যাকান্ডে জড়িত আসামীদের যশোর ও মাগুরা অঞ্চল হতে গ্রেফতার করে র‌্যাব।

অভিযানকালীন সময়ে আসামীদের হেফাযতে থাকা ভিকটিমের ইজিবাইকের ৫টি ব্যাটারী ও ১টি চাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হবে বলে আরো জানা যায়।

সর্বশেষ - সারাদেশ