যশোর আজ রবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩ ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

সাপ খেলা দেখাতে গিয়ে গোবিন্দগঞ্জে সাপুড়ের মৃত্যু

প্রতিবেদক
Jashore Post
সেপ্টেম্বর ৩, ২০২৩ ১০:০৮ পূর্বাহ্ণ
সাপ খেলা দেখাতে গিয়ে গোবিন্দগঞ্জে সাপুড়ের মৃত্যু
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাপ খেলা দেখাতে গিয়ে পোষা সাপের কামড়ে মজিদুল ইসলাম (৪০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে।নিহত মজিদুল ইসলাম গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মৃত আকালু মিয়ার ছেলে।

শনিবার ( ২ সেপ্টেম্বর ) দুপুরের দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, মজিদুল ইসলাম প্রায় ১ যুগ যাবৎ সাপ ধরে এবং সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এরই ধরাবাহিকতায় আজ শনিবার দুপুরে তার পোষা সাপগুলো বক্সে নিয়ে রামপুরা এলাকায় খেলা দেখাচ্ছিলেন। এসময় একটি সাপের কামড়ে গুরুতর আহত হয়। এরই মধ্যে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে মজিদুলের মৃত্যু হয়।

হরিরামপুর ইউনিয়ন পরিষদ ( ইউপি ) ৬নং ওয়ার্ড সদস্য আব্দুল মালেক প্রধান এ তথ্য নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। পরিষদের পক্ষ থেকে মুত্যু ব্যক্তির পরিবারকে সহযোগিতার চেষ্টা করা হবে।

সর্বশেষ - লাইফস্টাইল