যশোর আজ বুধবার , ২০ জুলাই ২০২২ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

টিআরএম কার্যক্রম অব্যাহত রাখার দাবিতে তালায় মানববন্ধন

প্রতিবেদক
Jashore Post
জুলাই ২০, ২০২২ ৪:৫১ অপরাহ্ণ
টিআরএম কার্যক্রম অব্যাহত রাখার দাবিতে তালায় মানববন্ধন
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

শামিম খান,সাতক্ষীরা:: পাখিমারা বিলে টিআরএম কার্যক্রম অব্যাহত রাখার দাবিতে তালায় মানববন্ধন হয়েছে। পাখিমারা বিলের পেরিফেরিয়াল বাঁধ সংস্কার, জমির মালিকদের ক্ষতিপূরণের অর্থ পরিশোধের মাধ্যমে টিআরএম কার্যক্রম অব্যাহত রাখা এবং স্বচ্ছতার সাথে নদী পুনঃখনন কপোতাক্ষ পাড়ের মানুষের প্রাণের দাবি।

কপোতাক্ষ অববাহিকায় টিআরএম কার্যক্রম অব্যাহত রাখার দাবিতে বুধবার ( ২০ জুলাই ) সকাল ১০ টায় তালা উপজেলা পানি কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সামনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলামের সভাপতিত্বে ও পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,তালা সদর ইউনেয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন। উপজেলা নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধার আলাউদ্দিন জোয়ার্দার, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস,প্রভাষক মোঃ রেজাউল করিম, পানি কমিটির নেতা সরদার ইমান আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলাপ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পটির প্রথম পর্যায়ের’পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়িত হওয়ার কারণে বিশাল কপোতাক্ষ অববাহিকার প্রায় ১৫ লক্ষ অধিবাসী সরাসরি উপকৃত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন,কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের প্রথম পর্যায়ের অগ্রগতি অব্যাহত রাখার স্বার্থে সরকার আবারও ২০২০ সালে ৪ বৎসর মেয়াদী ৫৩১ কোটি ৭ লাখ টাকা বরাদ্ধে কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের দ্বিতীয় পর্যায় অনুমদন দেন।

দ্বিতীয় পর্যায় প্রকল্পটির মূল কাজ হলো পাখিমারা বিলের টিআরএম কার্যক্রম অব্যাহত রাখা ও কপোতাক্ষ নদ খনন। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজের ২ বছর অতিবাহিত হলেও আজও টিআরএম বাস্তবায়নে কোন অগ্রগতি নেই। এ ধারা অব্যহত ও জীবন-জীবিকা নিরাপদ রাখতে পুনরায় পাখিমারা টিআরএম বিলের পেরিফেরিয়াল বাঁধ সংস্কার ও ক্ষতিপূরণের অর্থ পরিশোধের মাধ্যমে টিআরএম কার্যক্রম অব্যাহত রাখা এবং স্বচ্ছতার সাথে নদী পুনঃখনন জোর দাবি জানান পানি কমিটি, সুশিল সমাজসহ সর্বস্তরের জনগন।

মানববন্ধন শেষে পানি কমিটি,সুশিল সমাজসহ সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিলে পেরিফেরিয়াল বাঁধ সংস্কার ও টিআরএম চালু না হওয়ায় ভেস্তে যেতে বসেছে কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প।বর্তমানে টিআরএম কার্যক্রম বন্ধ হওয়ায় পলি জমে ভরাট হচ্ছে কপোতাক্ষ নদ।

সর্বশেষ - লাইফস্টাইল