যশোর আজ শুক্রবার , ২৫ আগস্ট ২০২৩ ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

কম দামে বিমানের টিকটি পাওয়ার কৌশল

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ২৫, ২০২৩ ১২:১৭ অপরাহ্ণ
কম দামে বিমানের টিকটি পাওয়ার কৌশল
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বিমান হচ্ছে অল্প সময়ে দেশের এক প্রান্ত হতে অন্য প্রান্তে যাওয়ার সবচেয়ে সহজ,আরামদায়ক এবং নিরাপদ বাহন। নাগরিক জীবনের শতব্যস্ততার মাঝে সময়কে আরো পরিপূর্ণভাবে কাজে লাগাতে অনেকেই বাস ট্রেনের বিকল্প হিসাবে বিমানকে যাতায়াতের মাধ্যম হিসাবে বেছে নিচ্ছেন। ফলে দেশের আভ্যন্তরীন রুটে বিমান ভ্রমনের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

বর্তমানে বাংলাদেশের আভ্যন্তরীন রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস,ইউ এস বাংলা এয়ারলাইনস, নভোএয়ার ও রিজেন্ট এয়ারওয়েজ ফ্লাইট পরিচালনা করছে।বিমানের টিকেটের মূল্য অবস্থাভেদে পরিবর্তিত হয়ে থাকে।মূলত চাহিদার সাথে তাল মিলিয়ে বিমান টিকেটের দাম উঠানামা করে থাকে। তবে শুধু যে চাহিদাই এখানে একমাত্র ব্যাপার সেটি নয়। আরো বিভিন্ন কারণেই বিমান টিকেটের মূল্য কমবেশি হতে পারে।

নতুন যারা বিমান ভ্রমণ করে থাকেন তারা সঠিক তথ্য না জানায় অনেক সময়েই বেশি ভাড়া দিয়ে টিকেট কেটে ফেলেন।এ পোস্ট থেকে জেনে নিতে পারবেন তুলনামূলক কম খরচে বিমান টিকেট কেনার কিছু কৌশল।

কার্যদিবসে ভ্রমণ

বিমানে ভ্রমণের ক্ষেত্রে বন্ধের দিনগুলো এড়িয়ে কার্যদিবসগুলোতে ভ্রমণ করা গেলে টিকেট কম মূল্যে পাওয়া সম্ভব। বন্ধের দিনগুলোতে বিমান টিকেটের আলাদা একটি চাহিদা থাকে। ফলে টিকেটের দাম বেড়ে যায়। সাধারণত মঙ্গলবার এবং বুধবারের বিমান টিকেট সবথেকে কমে পাওয়া যায় কেননা এই দিনগুলোতে সারা বিশ্বেই ভ্রমণের পরিমাণ কমে যায়।

এয়ারলাইন্স বা বিমান সংস্থার ওয়েবসাইটে নিয়মিত নজর রাখা

আপনি যে এয়ারলাইন্স বা বিমান সংস্থায় ভ্রমণ করতে চান তাদের অফিসিয়াম ওয়েবসাইটের দিকে নিয়মিত নজর রাখুন। কেননা তাদের ওয়েবসাইটে অনেক সময় বিশেষ ছাড় বা ডিস্কাউন্ট পাওয়া যেতে পারে। তাছাড়া থার্ড পার্টি ওয়েবসাইট থেকে এয়ারলাইন্স ওয়েবসাইটগুলো তাদের সবথেকে সাশ্রয়ী ফ্লাইটের সন্ধান দিতে পারে। কাজেই ওয়েবসাইটে লক্ষ্য রেখে আপনি সবথেকে কম দামে টিকেট বুক করে ফেলার সুযোগ পেতে পারেন।

সকালবেলার বিমানের টিকেট বুক করা

দিনের ব্যস্ততম সময়গুলোর থেকে একদম সকালের দিকে যাত্রা করা বিমানের টিকেটের মূল্য তুলনামূলক কম হয়ে থাকে। কাজেই সকাল ৬ টা বা তার আগের বিমানের টিকিট দেখতে পারেন সাশ্রয়ী মূল্যে ভ্রমণের জন্য।এরপরের সময়ে টিকেটের চাহিদা বেড়ে যায় বলে টিকেটের মূল্যও বেশি হয়ে থাকে।

থার্ড পার্টি বুকিং ওয়েবসাইটেও দৃষ্টি রাখা

থার্ড পার্টি বিভিন্ন বুকিং ওয়েবসাইটেও চোখ রাখতে পারেন। কেননা এই ওয়েবসাইটগুলো সকল এয়ারলাইন্সের ওয়েবসাইট হতে সেরা ডিল আপনার সামনে নিয়ে আসতে চেষ্টা করে। এছাড়া তাদের নিজস্ব ডিস্কাউন্ট বা অফারও পাওয়া যেতে পারে। থার্ড পার্টি ওয়েবসাইটের মধ্যে আপনি গোজায়ান, ফ্লাইট এক্সপার্ট, ট্রিপ.কম ইত্যাদি দেখতে পারেন।

আগে আগে টিকেট বুকিং

কোন ফ্লাইট বুকিং করতে চাইলে সেটি যত আগে সম্ভব বুকিং করে ফেলুন। কেননা ফ্লাইট যত আগে বুক করবেন তত কমে টিকেট কিনতে পারবেন। ফ্লাইট বুকিং কতো আগে করা যাবে এটা সাধারণত এয়ারলাইন্সের উপর নির্ভর করে থাকে। কাজেই আপনার কাঙ্ক্ষিত এয়ারলাইন্সের বুকিংয়ের তথ্য আগেভাগেই জেনে নিন। এরপর সবার আগে টিকেট বুক করে ফেলতে চেষ্টা করুন। যত সময় পার হবে টিকেটের মূল্য বাড়তে থাকে। টিকেটের খুব বেশি চাহিদা না থাকলে এবং আসন খালি থাকলে টিকেট কম মূল্যে কেনার সুযোগ দেয়া হয়।

ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকেট বুকিং

অনেক ক্রেডিট কার্ড কোম্পানি ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকেট কেনার ক্ষেত্রে বাড়তি বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকেট কেনার জন্য ছাড় থেকে শুরু করে এয়ার মাইল উপহার পাওয়া যেতে পারে। তাছাড়া ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকেট বুক করলে ভালো রিফান্ড পলিসি পাওয়া যায় অনেক এয়ারলাইন্সে। কাজেই ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ড ব্যবহার করে টিকেট বুক করাই উত্তম।

কানেক্টিং ফ্লাইট টিকেট খোঁজা

অনেক সময় কোন গন্তব্যের জন্য ডিরেক্ট বা সরাসরি ফ্লাইটগুলোর খরচ বেশি হয়ে থাকে। এসব ক্ষেত্রে আপনার গন্তব্যের জন্য কানেক্টিং ফ্লাইট খুঁজতে পারেন। কানেক্টিং ফ্লাইটে অনেক সময় সময় বেশি লাগলেও টিকেটের মূল্য অনেকটাই কমে আসতে পারে। কাজেই যখন আপনি কোন গন্তব্যের জন্য ফ্লাইট সার্চ করবেন তখন ফিল্টারে ‘ডিরেক্ট ফ্লাইটস অনলি’ অপশন থেকে টিক উঠিয়ে দেয়াই বুদ্ধিমানের কাজ।কাজেই ফ্লাইট খুঁজবার সময় এসব দিকে বাড়তি নজর দিতে পারেন। তবে মনে রাখবেন, কানেক্টিং ফ্লাইটের ক্ষেত্রে যে দেশে মাঝপথে অবতরন করবেন সেখানে আবার বাড়তি ভিসা দরকার হবে কিনা তা জেনে নেওয়া জরুরী।

ইনকগনিটো মোডে ফ্লাইট সার্চ করা

আপনি যখন বিভিন্ন এয়ারলাইন্সের ওয়েবসাইটে ফ্লাইট সার্চ করেন তখন ওয়েবসাইটগুলো আপনার সার্চ ডাটা সংগ্রহ করতে থাকে। ফলে যখন ওয়েবসাইট বুঝতে পারে যে আপনি নির্দিষ্ট গন্তব্যের জন্য একটি নির্দিষ্ট সময়ে ফ্লাইট বুক করতে চাচ্ছেন তখন অনেক সময় সেই ফ্লাইটের টিকেট মূল্য বাড়িয়ে দেখানো হয়। কাজেই ফ্লাইট সার্চের সময় ইনকগনিটো মোডে থেকে সার্চ করা উচিত। এতে করে আপনার সার্চ ডাটা ওয়েবসাইট সংগ্রহ করতে পারে না এবং এর ফলে টিকেটের মূল্য বাড়িয়ে দেখানোর সুযোগও থাকে না।

প্যাকেজের মাধ্যমে ভ্রমণ করা

বিভিন্ন ট্র্যাভেল এজেন্সিগুলো ভ্রমণের ক্ষেত্রে প্যাকেজ দিয়ে থাকে নির্দিষ্ট মূল্যে। এসব প্যাকেজে বিমান ভাড়াসহ ভ্রমণের সকল খরচই অন্তর্ভুক্ত থাকে। ফলে জনপ্রিয় কোন স্থানে ভ্রমণের ক্ষেত্রে এসব প্যাকেজ আপনার বিমান টিকের বুকিং খরচ অনেকটাই কমিয়ে দেয়। কাজেই এসব প্যাকেজের দিকে বাড়তি লক্ষ্য রাখতে পারেন।

লুকানো চার্জ সম্পর্কে খেয়াল রাখা

অনেক সময় কম দামী বিভিন্ন ফ্লাইটে টিকেট বুকিংয়ে লুকানো চার্জ থাকতে পারে। কাজেই টিকেট বুকিংয়ের প্রতিটি ধাপে বাড়তি চার্জের ব্যাপারে নজর রাখুন। এসব চার্জের মধ্যে এয়ার ট্যাক্স, ব্যাগেজ ফি, সিট সিলেকশন, ট্রাভেল ইনস্যুরেন্স চার্জ ইত্যাদি দিকে খেয়াল রাখুন। যত কম ব্যাগেজ নিয়ে ভ্রমণ করবেন ততই সেটা আপনার জন্য ভালো।

উপরের ব্যাপারগুলো সম্পর্কে বাড়তি নজর রাখলে টিকেট বুকিংয়ের সময় আপনি সবথেকে কম মূল্যে বুকিং করতে পারবেন। কাজেই বিমান ভ্রমণে সাশ্রয় করতে চাইলে এসব ব্যাপারে বাড়তি নজর রাখা খুবই জরুরি।

সর্বশেষ - লাইফস্টাইল