শার্শা প্রতিনিধি :: যশোরের শার্শার বাগাআঁচড়ায় অবশেষে সতন্ত্র প্রার্থী হয়ে জনগনের আশা বাচিয় রাখলেন জনবান্ধব ব্যক্তি জনাব আব্দুল খালেক।গতকাল দুপুর ১২টায় শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে মনোনয়ন ফর্ম জমা দিয়ে প্রার্থীতা নিশ্চিত করেন আব্দুল খালেক।
উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চেয়েছিলেন আওয়ামী লীগ নেতা ও বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন ডিগ্রী কলেজের সভাপতি জনাব আব্দুল খালেক। দলীয় মনোনয়ন না পেয়ে নির্বাচন থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিলেও জনসাধারণের চাওয়া পূরন করতে গিয়ে শেষমেষ মনোনয়ন ফর্ম জমা দিয়েই সতন্ত্র প্রাথী হয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন বাগাআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইয়াকুব আলী বিশ্বাস, কৃষি বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল খালেক খতিব ধাবক, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শ্রী সাধন কুমার গৌসামী,ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র নেতা সাহাজান বিশ্বাস, রফিকুল সরদার, আমিনুর সরদার।
শার্শা উপজেলা যুবলীগের সদস্য শফিক মাহমুদ ধাবক, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক গাজী,২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, ৩ নং ওয়ার্ড এর ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সেলিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলীল, বাগআঁচড়া ইউনিয়ন কৃষক লীগের সহ সভাপতি খোকন রেজা, কবির হোসেন,নুরুল ইসলাম,মশিউর রহমান,হাসান,শওকত আলী,সাহাবাজ প্রমুখ।
এছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ইউনিয়নটির সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।