রাশিয়ার উত্তর ককেশাসের ইঙ্গুশেটিয়া অঞ্চলে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছে।স্থানীয় সময় শুক্রবার ( ১১ অক্টোবর ) সন্ধ্যায় এই হামলা হয়েছে। শনিবার রুশ বার্তা সংস্থা তাস এই খবর জানিয়েছে।
খবরে বলা হয়, স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তাকে বহনকারী গাড়িকে লক্ষ্য করে এই হামলা করে বন্দুকধারীরা। হামলার পর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে পার্শ্ববর্তী উত্তর ওশেটিয়ার দিকে চলে গেছে বলে জানা যায়।
রাশিয়ার তদন্ত কমিটির স্থানীয় একটি শাখার বরাতে তাস জানায়, ইঙ্গুশেটিয়ার সন্ত্রাস দমন কেন্দ্রের উপপ্রধানে গাড়িতে আগুন ধরে যায়।
স্থানীয় শাখাটি জানিয়েছে, এই ঘটনায় একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের খোঁজা হচ্ছে।
অস্থির অঞ্চল হিসেবে পরিচিত উত্তর ককেশাসের কেন্দ্রস্থল চেচেনিয়ার সংলগ্ন একটি স্থান ইঙ্গুশেটিয়া।