যশোর প্রতিনিধি :: যশোর জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতির আয়োজনে জাতীয় সমাজসেবা দিবসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়,রক্তদাতার নিবন্ধন ক্যাম্পেইন কমূসূচী হতে রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার ( ২ জানুয়ারী ) সংগঠনটির কার্যালয়ের সামনে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
যশোর জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক অসীত কুমার সাহা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু,সহ-সভাপতি জবেদআলী, সহসভাপতি রোকেয়া পারভীন ডলি,জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক ইতি সেন,হাসপাতাল সমাজসেবা অফিসার রুবেল হাওলাদার,রোগী কল্যাণ সমিতির যুগ্ন-সাধারণ সম্পাদক আজহার হোসেন স্বপন প্রমুখ।
রোগী কল্যাণ সমিতির আয়োজিত ক্যাম্পেইন হতে ৫০০জনকে বিনামূল্য রক্তের গ্রুপনির্ণয় করে দেওয়া, ২০জনকে রক্তদান ও ১শো রোগীকে শীতবস্ত্র হিসাবে চাদর দেওয়া হয়।