স্টাফ রিপোর্টার :: যশোরের বেনাপোল সীমান্তে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ধারাবাহিক অভিযানে বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার পূর্বক জব্দ হয়েছে।
সোমবার ( ৬ জানুয়ারী ) সীমান্তের বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকায় বিশেষ মাদক ও চোরাচালানী বিরোধী অভিযান চালিয়ে ৪ লাখ ৯৩ হাজার ৫শত ৪০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি,কম্বল,চাদর,পান মসলা,মদ,কীট নাশক ও কসমেটিক্স পণ্য আটক করা হয়। তবেএ সময় কোন চোরাচালানীকে আটক করেনি বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিজিবি। প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়,চোরাকারবারী কর্তৃক মালামাল ও শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধ্যভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়।
গত ৪ জানুয়ারী বিজিবি ৪৯ ব্যাটালিয়ন সদস্যরা বেনাপোল বিওপি, আমড়াখালি চেকপোস্ট ও বেনাপোল আইসিপি এলাকায় অভিযান চালিয়ে ১০ লাখ ৪১ হাজার২শত টাকা মূল্যের ফেন্সিডিল,ভারতীয় শাড়ি,থ্রীপিস,পান মসলা,কলম, মোবাইল,কম্বল,সিগারেট ও কসমেটিক্স পণ্যসামগ্রী জব্দ করে।
গত ৩ জানুয়ারী ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা বেনাপোল বিওপি,আমড়া খালি চেকপোস্ট ও আইসিপি এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৯৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি,থ্রিপিস, তৈরী পোশাক,কম্বল ও কসমেটিক্স পণ্য আটক করেন।
গত ২ জানুয়ারী ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা বেনাপোল বিওপি,আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ লাখ ৯২ হাজার ৪শত টাকা মূল্যের শাড়ী,থ্রিপিস, তৈরি পোশাক,কম্বল ও কসমেটিক্স পণ্যসামগ্রী আটক করে।
গত ১ জানুয়ারী ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল বিওপি, রঘুনাথপুর বিওপি,আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ লাখ ১২ হাজার ৩শত টাকা মূল্যের ফেন্সিডিল,মদ,গাঁজা ,শাড়ী,থ্রিপিচ,তৈরী পোশাক,কম্বল,মোবাইলের ডিস্পেলে,সিগারেট,ঔষধ ও কসমেটিক্স পণ্য জব্দ করেন।
জনস্বার্থে পরিচালিত বিজিবির এই ধারাবাহিক অভিযানকে স্থানীয় জনসাধারন সাধুবাধ জানালেও সীমান্তের চিহ্নিত চোরাচালানীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় হতাশ।এতে করে চোরাচালানীদের ছোট খাট দু একটি চালান ধরা পড়লেও বেশীর ভাগ চালান দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে অনায়াসে বলেই এ পথে থামছেনা চোরাচালানীদের অপতৎপরতা।
স্থানীয় একাধিক সূত্র হতে জানা যায়,বেনাপোল আইসিপি এলাকায় সাদীপুর রোডে জনৈক মিজাকের বিল্ডিং এ তুর্য স্টোর নামে ভাড়ায় দোকান ঘর নিয়ে ভারত হতে চোরাই পথে ও পাসপোর্ট যাত্রীর সাথে ল্যাগেজ সুবিধায় আনা শুল্ক ফাঁকি পণ্যের ( কসমেটিক্স, কম্বল,শাড়ি, থ্রীপিচ ও ঔষধ ) রমরমা ব্যবসা রয়েছে লিটন ওরফে কসমেটিক্স লিটনের।
প্রতিদিন যশোর,খুলনাসহ দেশের বিভিন্ন স্থান হতে চোরাকারবারীরা লিটনের কাছ হতে পাইকারীদরে চোরাচালানী পণ্য কিনে নিয়ে বাস,ট্রেন,রেল ও কুরিয়ার যোগে তা বহন করে নিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত লিটনের মুঠোফোনে জানতে চাইলে সে জানাই আমি এখন চকলেট ও বিস্কুট বিক্রি করি।খাদ্য পণ্য বলে বিএসএফ ও বিজিবি মাল ধরেনা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চোরাকারবারী সদস্য জানাই,ভারতীয় বিএসএফের সাথে লিটনের আতাত থাকায় ভারতীয় ও বাংলাদেশী পাসপোর্ট যাত্রী পাঠিয়ে কাস্টমস, বিজিবি ম্যানেজ করেই প্রতিদিন ৪০ লাখ টাকার ভারতীয় কম্বল ও কসমেটিক্স শুল্ক ফাঁকির পন্য লিটন তার দোকানে ঢোকায়। বিজিবি সদস্যরা এসমস্ত পণ্য সামগ্রী আটক করলে লিটন টাকা দিয়ে চোরকারবারীদের পাঠিয়ে ক্যম্পের সামনে ভিড় জমিয়ে বিজিবি সদস্যদের অবরুদ্ধ করে ক্যাম্প হতে মাল ছাড়িয়ে নেওয়ার পায়তারা চালায়।