সর্বশেষ খবরঃ

বেনাপোল কাস্টমস্ কর্মকর্তা মাহাবুব অপ সাংবাদিকতার স্বীকার

বেনাপোল কাস্টমস্ কর্মকর্তা মাহাবুব অপ সাংবাদিকতার স্বীকার
বেনাপোল কাস্টমস্ কর্মকর্তা মাহাবুব অপ সাংবাদিকতার স্বীকার

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল কাস্টমস হাউসের চেকপোস্ট ইমিগ্রেশানে দায়িত্বরত সহকারী রাজস্ব কর্মকর্তা মাহাবুবুর রহমান অপসাংবাদিকতার স্বীকার।

গত মঙ্গলবার( ৮ এপ্রিল )ওয়ান নিউজ বিডি ও নতুন আলো অনলাইন পোর্টালে “ বেনাপোল কাস্টমসের মাতাল কর্মকর্তা এআরও মাহবুবের বিরুদ্ধে পাসপোর্ট যাত্রীদের গায়ে হাত তোলার অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। পরবর্তীতে ওয়ান নিউজ বিডি নিউজ পোর্টাল হতে প্রকাশিত সংবাদটি সরিয়ে নিলে প্রতিবেদনটি ঘীরে জনমনে রহস্যের দানা বাঁধে।

বিষয়টি জানতে অভিযুক্ত সহকারী রাজস্ব কর্মকর্তা মাহাবুরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমার নামে প্রকাশিত সংবাদ সর্ম্পূন মিথ্যা ও ভিত্তীহীন। প্রকৃত সত্য হচ্ছে স্থানীয় কতিপয় অসাধু ব্যাক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাসপোর্ট যাত্রীদের সাথে আনা অতিরিক্ত পণ্য ছাড়ে অনৈতিক সুবিধা চাই। কাস্টমস কর্তৃপক্ষ তাতে সন্মত না হওয়ায় এবং আমি সঠিক ভাবে দায়িত্ব পালন করায় তাদের রোষানালে পড়ে অপসাংবাদিকতার স্বীকার হয়েছি। তিনি গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

প্রকাশিত সংবাদটির সত্যতা যাচায়ে এলাকায় ব্যাপক খোঁজ খবর নিলে প্রতিবেদনটিতে প্রকাশিত তথ্য ও স্থির চিত্রের কোন সত্যতা পাওয়া যাইনী। প্রতিবেদনে থাকা সিসি টিভি ফুটেজ গুলোর স্থির চিত্র অনেক পুরাতন ও যাত্রীদের অতিরিক্ত পণ্য আটককালীন সময়ে ধারনকৃত বলে ইমিগ্রেশন সূত্র নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান,বেনাপোল ইমিগ্রেশানে আগত অসাধু ল্যাগেস ব্যবসায়ীদের আতঙ্কের নাম এ আরও মাহবুবুর রহমান। ভারত থেকে পাসপোর্ট যাত্রীর সাথে ল্যাগেজ সুবিধায় আনা অতিরিক্ত পণ্যের উপর আইন অনুযায়ী শুল্ক আরোপ করা ও বিধি মোতাবেক অতিরিক্ত পণ্য ডি এম করার কারনে অসাধু ব্যবসায়ীরা তাহার উপর ক্ষিপ্ত হয়ে তাকে স্টেশন থেকে অপসারণ করতে অসত্য সংবাদ পরিবেশন করিয়েছে।

বেনাপোল ইমিগ্রেশান সূত্রে জানা যায়,২০২৩-২৪ অর্থ বছরের চেয়ে ২৪/ ২৫অর্থ বছরে ( জুলাই-মার্চ) বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশানটিতে আদায়কৃত করের পরিমান ও পণ্য আটক সংখ্যা ৪৮.৬২% শতাংশ বেশী।

প্রকাশিত সংবাদ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশানের দায়িত্বরত রাজস্ব কর্মকর্তা আব্দুল গনির মুঠোফোনে কথা বললে তিনি জানান,প্রতিবেদনটি আমার দৃষ্টি গোচর হয়েছে। ঐ প্রতিবেদক আমার কাছ হতে কোন বক্তব্য নেইনী বা আমি এ ধরনের বিবৃতি দেইনী। পাসপোর্ট যাত্রীর গায়ে হাত তোলার অভিযোগ প্রশ্নে?তিনি বলেন কোন যাত্রী এমন ধরনের অভিযোগ ইতিপূর্বেও আমার কাছে দেইনী।

উল্লেখ্য বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশান দিয়ে ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীর সাথে ল্যাগেস সুবিধায় আনা অতিরিক্তি পণ্যের শুল্ক ফাঁকি দিতে গড়ে ওঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট। চক্রটি তাদের ব্যবসায়িক সুবিধা পেতে স্টেশনটিতে বিভিন্ন সময়ে তাদের মন পছন্দের প্রশাসনিক কর্মকর্তার নিয়োগ ও বদলী করিয়ে থাকে।

আরো খবর

চাঁপাইনবাবগঞ্জবাসীর দায়িত্ব থেকে একধাপ পিছু হব নাঃবুলবুল
চাঁপাইনবাবগঞ্জবাসীর দায়িত্ব থেকে একধাপ পিছু হব নাঃবুলবুল
দেশকে এগিয়ে নিতে খেলাধুলাকেও গুরুত্ব দিতে হবেঃআজিজুল বারী হেলাল
দেশকে এগিয়ে নিতে খেলাধুলাকেও গুরুত্ব দিতে হবেঃ আজিজুল বারী হেলাল
দুমকির মুরাদিয়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
দুমকির মুরাদিয়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
এমপি না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে যাবো নাঃ তানভীর
এমপি না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে যাবো নাঃ তানভীর
খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত
দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে আলতাফ চৌধুরীর মতবিনিময়
দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে আলতাফ চৌধুরীর মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ