যশোর প্রতিনিধ:: যশোরের চৌগাছা উপজেলায় অবৈধ্যভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দ্বায়ে ভ্রাম্যমান আদালতে ৫ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদানসহ জরিমানা আদায় করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চৌগাছা থানা পুলিশের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহ স্থানীয় বাজার ব্যবসায়িক কমিটির গন্যমান্য ব্যাক্তিবর্গ
শনিবার ( ১২ ফেব্রুয়ারী ) দুপুরে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সাইফুল ইসলাম সবুজ বিষয়টি নিশ্চিত করে জানান,পথচারী চলাচলের রাস্তা বা ফুটপাত অবৈধ্য ভাবে দখলে নিয়ে ব্যবসা পরিচালনার দ্বায়ে ইউনো মহোদয় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাঁচ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছেন।