স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। বুধবার ( ১ নভেম্বর ) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম তারেক চৌধুরী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল আসছিল প্রাইভেটকারটি। নোয়াগাঁও এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক তারেক চৌধুরী মারা যান, আহত হন ৪ জন।
তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক ( এসআই ) রাজু বিশ্বাস দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।