আগামী জুন মাসে পদ্মা বহুমুখী সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।স্বপ্নের এ সেতু খুলে দেওয়ায় ব্যবসা বানিজ্যের সম্প্রসার ঘটবে বলে আশাবাদী সংশ্লিষ্ট এলাকার জনগন।
রোববার ( ৩ এপ্রিল ) সকালে সেতু বিভাগের সম্মেলন কক্ষে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানান তিনি।
সভায় ওবায়দুল কাদের বলেন,পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর কাজের অগ্রগতি ৯৭ ভাগ। নদীশাসন কাজের অগ্রগতি ৯০ দশমিক ৫০ ভাগ। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯২ ভাগ।
মূল সেতুর কার্পেটিং কাজের অগ্রগতি ৬৫ দশমিক ৬৮ ভাগ। গ্যাস পাইপলাইন স্থাপন কাজের অগ্রগতি ৯৯ ভাগ। ৪০০ কেভিএ বিদ্যুৎ লাইন স্থাপন কাজের অগ্রগতি ৭৯ ভাগ।
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেনের সভাপতিত্বে সভায় মন্ত্রিপরিষদের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলামসহ সেতু বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Discussion about this post