নতুন বছরের সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১৬ জানুয়ারি ( রবিবার )। রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
আজ ( ১ জানুয়ারি, শনিবার ) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ কর্মকর্তা মোঃ তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির বলা হয়,রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ২০২২ সালের ১৬ জানুয়ারি ( রবিবার ) বিকেল ৪ টায় একাদশ জাতীয় সংসদের ষষ্ঠদশ অধিবেশন আহ্বান করেছেন।
উল্লেখ্য,গত ২৮ নভেম্বর সংসদের পঞ্চদশ অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই।
Discussion about this post