স্টাফ রিপোর্টার :: গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় অ্যাপার্টমেন্টের মাটি ফেলাকে কেন্দ্র করে বিএনপি নেতা আনোয়ার ও যুবদল নেতা কামরুল ইসলাম কামু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঘটে। মঙ্গলবার ( ২৬ নভেম্বর )রাতের সংঘর্ষে টঙ্গীর এরশাদনগর এলাকার এক নম্বর ব্লকের হানিফ মিয়ার ছেলে হৃদয়কে ( ২৯) কুপিয়ে গুরুতর জখম করা হয়।
এ ঘটনায় বুধবার ( ২৭ নভেম্বর )দিবাগত রাত সাড়ে ১১টায় যৌথ বাহিনী এরশাদ নগর এলাকা ঘিরে ফেলে অভিযান চালায়। অভিযানে এজাহারভুক্ত ৬ জনের মধ্যে দুজনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। গ্রেফতাররা হলেন-এজাহারভুক্ত ৩ নম্বর আসামি বিপ্লব ( ৩২) ও অপর আসামি সজীব হোসেন ( ২৬)। তাদেরকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) কায়সার আহমেদ স্থানীয়দের বরাত দিয়ে জানান,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরনো বিরোধের জেরেই টঙ্গীর এরশাদনগর এলাকার আনোয়ার গ্রুপ ও কামরুল ইসলাম ওরফে কামু গ্রুপের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল।
মঙ্গলবার রাতের সংঘর্ষে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আনোয়ার গ্রুপের সমর্থকরা কামরুল ইসলাম কামু গ্রুপের সমর্থক হৃদয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হয়। এ ঘটনায় বুধবার রাতে যৌথ বাহিনী এরশাদনগর এলাকা ঘেরাও করে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে।