ইয়েমেনের মারিব প্রদেশে একটি মসজিদ ও ধর্মীয় বিদ্যালয়ে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়েছে। এতে নারী ও শিশুসহ অন্তত ২৯ জন হতাহত হয়েছে।
সোমবার (১ নভেম্বর ) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।ধারণা করা হচ্ছে এটা হুথি বিদ্রোহীদের কাজ।
প্রতিবেদনে বলা হয়, এই হামলায় দুইটি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয় বলে জানিয়েছে প্রদেশটির গভর্নর অফিস। তবে তারা বা অন্য কেউ এখনো এই হামলার দায় স্বীকার করেনি।
সাম্প্রতিক মাসগুলোতে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে লড়াই বেড়েছে। জাতিসংঘ বলছে, সেপ্টেম্বরে মারিবে যুদ্ধে প্রায় ১০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ২০১৫ সাল থেকেই যুদ্ধ চলছে ইয়েমেন।
খবর সূত্র- রয়র্টার্স।