সাহিদুল ইসলাম শাহীন :: খুলনায় র্যাবের হাতে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক মোঃ মহিবুল্লাহ ( ২৪ ) গ্রেফতার হয়েছে। বুধবার ( ১৪ সেপ্টেম্বর ) খুলনার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে।
র্যাবের দেওয়া এক বিজ্ঞপ্তি হতে জানা যায়,গত ৯ সেপ্টেম্বর ধর্ষণের শিকার শিশুটি ফজরের নামাজ শেষে খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত মাদ্রাসার আবাসিক রুমে একা শুয়ে ছিলো।এ সুযোগে শিক্ষক মহিবুল্লাহ ভিকটিমের রুমে প্রবেশ করে তার ইচ্ছের বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে ও তাকে নানা প্রকার ভয়-ভিতী দেখিয়ে রুম হতে বের হয়ে যায়।
পরবর্তীতে ভিকটিম ঘটনাটি তার পিতাকে ফোনে জানালে তার পিতা নিজে বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ও বিষয়টি র্যাবকে অবহিত করেন।এ ঘটনায় র্যাব ছায়া তদন্ত শুরুসহ গোয়েন্দা তৎপরতা বাড়ায়।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৬সদর কোম্পানীর একটি আভিযানিক দল কে এমপি খুলনার লবনচোরা থানার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে মামলার পলাতক আসামী ঐ মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত পলাতক আসামীকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে আরো জানা গেছে।