যশোর প্রতিনিধি :: যশোরের বেনাপোল পৌর নির্বাচনে জমজমাট প্রচারণা শেষে ভোট গ্রহণের অপেক্ষা। আজ রোববারের রাত পোহালেই কাল সোমবার সকালে শুরু হচ্ছে ভোটগ্রহণ। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতি ছাড়াই ইভিএমে ১২টি কেন্দ্রে ভোট নেওয়া হবে।
এর আগে, শনিবার মধ্যরাতে শেষ হয়েছে এক যুগ পর হতে যাওয়া বেনাপোল পৌর নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। শান্তিপূর্ণ ভোট গ্রহণে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।
তবে নির্বাচনে প্রচারণাকালে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান সজন। শান্তিপূর্ণ ও অবাধ ভোট গ্রহণ নিশ্চিতে বেনাপোল পোর্ট থানা,জেলা রির্টানিং অফিসার ও পুলিশ সুপারের কার্যালয়ে তিনি লিখিত আবেদন করেছেন বলে গনমাধ্যম কর্মীদের জানান।
নির্বাচনে মেয়র পদে রয়েছেন- আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নৌকা প্রতীক, বেনাপোল সিএন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোবাইল ফোন প্রতীক নিয়ে প্রতিদন্দীতা করছেন। নাটকীয় ভাবে প্রচার-প্রচারণার শেষ দিনে জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন উজ্জ্বল সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন হতে সরে দাড়িয়েছেন।
এছাড়া ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৭ জন প্রার্থী ও সংরক্ষিত আসনে ১৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও সুন্দর করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আনিচুর রহমান।
সিনিয়র নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আনিচুর রহমান বলেন বেনাপোল পৌর এলাকার ৯টি বিদ্যালয়ের মোট ১২ টি কেন্দ্র ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু করতে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সব সময় উপস্থিত থাকবেন।
বিপুল সংখ্যাক পুলিশ-আনসারের সঙ্গে তিন প্লাটুন র্যাব দুই প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স মোতায়ন থাকবে। নির্বাচন সুষ্ট করতে সকল ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় থাকবে।
আগামীকাল বেনাপোল পৌরসভা নির্বাচনে ৩০ হাজার ৩৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।