যশোর আজ শনিবার , ২ অক্টোবর ২০২১ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

যশোরে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ২, ২০২১ ৭:০৯ অপরাহ্ণ
যশোরে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

যশোর প্রতিনিধি :: যশোর জেলা গোয়েন্দা পুলিশের চালানো বিশেষ অভিযানে প্রতারক ও দালাল চক্রের দুই সদস্য গ্রেফতার হয়েছে। এ সময় তাদের কাছ হতে ১টি মোবাইল,২টি নোট বুক ও চাকরীর অনলাইন আবেদন ফরম উদ্ধার হয়েছে।

শনিবার (২ অক্টোবর ) ডিবি পুলিশের একটি চৌকস দল গভীর রাতে খুলনা ও ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা পুলিশে সরকারী চাকরি দেওয়ার নামে প্রতারণা করে অর্থ আত্নসাত করে আসছিলো। গ্রেফতারকৃতরা হলো যশোরের অভয়নগর থানাধীন কোটা গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে মোঃ নাজমুস সাকিব (৩২) ও খুলনা জেলার ফুলতলা থানাধীন জামিরা গ্রামের ফজলু রহমান খানের ছেলে ওহিদুল ইসলাম খান (৪০)।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের দেওয়া প্রেস বিঙ্গপ্তি সুত্রে জানা যায়, সাম্প্রতি বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ায় মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনায় দূর্নীতি মূক্ত নিয়োগ প্রাপ্তির নিশ্চিতে দালাল ও প্রতারকচক্র সনাক্ত পূর্বক তাদের গ্রেফতারের ঘোষণা দেন।

এরই ধারাবাহিকতায় অভয়নগর থানার মামলা নং-২ এর তদন্তভার যশোর জেলা গোয়েন্দা পুলিশের উপর ন্যাস্ত হয়। মামলাটির বাদী হলো খুলনা জেলার ফুলতলা থানার ব্ডাাগাতী গ্রামের কোহিনুর বেগম।

মামলাটির সুত্র ধরে ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকারের তত্তাবাধনে এস আই লিটন কুমার মন্ডল,এস আই মফিজুল,এস আই সোলাইমান আক্কাস রাতভর অভিযান চালিয়ে প্রতারক,দালাল চক্রের অভিযুক্ত দুই সদস্যকে আটক করতে সক্ষম হন।

প্রাথমিক জিঙ্গাসাবাদে তারা চাকুরীর প্রতিশ্রুতি দিয়ে অর্থ গ্রহনের সত্যতা স্বীকার করেছে।

সর্বশেষ - সারাদেশ