যশোর আজ সোমবার , ২১ জুলাই ২০২৫ ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

মাইলস্টোনে বিমান বিধ্বস্তঃ“আগে জীবন,পরে নিয়ম”—সারজিসের মানবিক আহ্বান

প্রতিবেদক
Jashore Post
জুলাই ২১, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ
মাইলস্টোনে বিমানবিধ্বস্ত: “আগে জীবন, পরে নিয়ম”—সারজিসের মানবিক আহ্বান
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাস। সোমবার বিকেলে সেখানেই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। অগ্নিদগ্ধ ও গুরুতর আহত অনেকেই এখন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, কেউ কেউ হাসপাতালে নেওয়ার পথেই লড়ছেন জীবনের জন্য।

এই বিপর্যয়ের প্রেক্ষিতে খাগড়াছড়িতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ সমাবেশ থেকে এক হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি )উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন— “অ্যাডমিশন, কাগজপত্র—সব ফরমালিটি বাদ দিন। আগে জীবন, পরে হিসাব। হাসপাতালে দয়া করে তা-ই নিশ্চিত করুন।”

সমাবেশে সারজিস স্মরণ করিয়ে দেন,“২৬ জুলাই অভ্যুত্থানকালীন সময় রাজপথে সামনের সারিতে দাঁড়িয়ে যারা লড়েছিল, সেই সাহসী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে মাইলস্টোন কলেজ অন্যতম। আজ সেখানে এই ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা আমাদের অনেক ছোট ভাই-বোনকে আক্রান্ত করেছে।”

তিনি আরও বলেন, “মানবতা সবচেয়ে বড় ধর্ম। এখনই সময় প্রমাণের—আমরা কাগজ নয়, মানুষের পক্ষে আছি।”

“বাংলাদেশে মুজিববাদের কোনো স্থান হবে না”সমাবেশে আরও তীব্র বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন,“যতদিন আমরা বেঁচে থাকবো, ততদিন বাংলাদেশে কোনো মুজিববাদের স্থান হবে না। ভারতীয় আধিপত্যবাদীদের কাছে আমরা এই দেশ বর্গা দেইনি।”

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,“অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে দীঘিনালায় আসতে হয়েছে। সেখানে পাহাড়ি-বাঙালি উভয়ই ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিকে পুঁজি করে ভেতরের ও বাইরের শক্তি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেছে।”

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক এই কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হন।

উপস্থিত ছিলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুউদ,সংগঠক মনজিলা সুলতানা ঝুমা এবং আরও অনেকেই।

সর্বশেষ - সারাদেশ