যশোর প্রতিনিধি :: যশোরে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৪১টি মামলার মধ্য ২৫মামলায় সাজা প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি দেলোয়ার হাসান( ৪৫)গ্রেফতার হয়েছে। সে যশোর জেলার কতোয়ালী মডেল থানাধীন ছাতিয়ানতলা গ্রামের জয়নাল আবেদীন দফাদারের ছেলে।
বৃহষ্পতিবার( ১০ এপ্রিল )গাজীপুর জেলার কালিয়াকৈর থানার পৌর এলাকাধীন একটি ভাড়া বাসা হতে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,ডিবি পুলিশের এস আই আবু হাসানের নেতৃত্বে সজ্ঞীয় অফিসার ফোর্স সহায়তায় ২৫ মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়নাভুক্ত পলাতক আসামি ও অর্থ প্রতারক দেলোয়ারকে গ্রেফতার করা হয়। তিনি ঐ এলাকায় নিজের প্রকৃত নাম গোপন করে তুহিন নামে আত্নগোপনে ছিলেন। আসামি দেলোয়ার একটি ব্যাংকের ম্যানেজার হিসাবে চাকরিরত অবস্থায় অর্থ প্রতারণার দায়ে ২০১৩ সালে ঐ প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হয়।
তার বিরুদ্ধে আদালতে অর্থ প্রতারণার একাধিক মামলা চলমান রয়েছে।গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।