যশোর আজ রবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বেনাপোল কাস্টমস হাউসে কমেছে রাজস্ব আদায়!

প্রতিবেদক
Jashore Post
ফেব্রুয়ারি ২, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ণ
বেনাপোল কাস্টমস হাউসে কমেছে রাজস্ব আদায়! বেড়েছে ঘুস বানিজ্য
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

জৈষ্ঠ্য প্রতিবেদক :: যশোরের বেনাপোল কাস্টমস হাউসে বিগত ছয় মাসে ( জুলাই-ডিসেম্বর )লক্ষ্যমাত্রার চেয়ে একশত পনের কোটি চৌদ্দ লাখ টাকা কম রাজস্ব আদায় হয়েছে।বেনাপোল কাস্টমস সূত্র হতে জানা যায়,ওই ছয় মাসের রাজস্ব আহরোনের লক্ষ্যমাত্রা ছিলো তিন হাজার তিনশত সায়ত্রিশ কোটি একুত্রিশ লাখ টাকা।

তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে বলে নিশ্চিত করেন বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান। রাজস্ব আদায় কমে যাওয়ার কারন হিসাবে তিনি বলেন-গত জুলাইও আগস্ট মাসে দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার কারনে আমদানিকারকরা কম পণ্য আমদানি করেছে। দ্রুতই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরন হয়ে যাবে বলে তিনি আশাবাদী।

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা কাঠামো স্থবির হয়ে পড়ায় সুযোগ সন্ধানী একটি আসাধু ব্যবসায়ী চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেনাপোল স্থলবন্দর ও কাস্টমস হাউসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে অবাধে শুল্ক ফাঁকির আমদানি পণ্য ছাড় করিয়ে নিচ্ছে। এর ফলে সরকার বড় অঙ্কের রাজস্ব বঞ্চিত হচ্ছে। ইতিমধ্যেই শুল্ক ফাঁকি চেষ্ঠায় পণ্য বহণ কালে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ বেশ কয়েকটি পণ্য চালান আটক করেছেন বলে জানা গেছে।

বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক ৫ আগস্ট পরবর্তী পণ্য চালানগুলো আটকের সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান জানান,ইতিমধ্যে আমদানিকারকের প্রতিনিধি সি এন্ড এফ এজেন্ট জারিন এন্টার প্রাইজের বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকী গুলো পরীক্ষা-নিরিক্ষা চলছে,অভিযুক্ত পণ্য চালান ও জড়িতদের বিরুদ্ধে কাস্টমসকর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপ শিঘ্রই প্রেস কনফ্রান্সের মাধ্যমে অবগত করা হবে।

বেনাপোল স্থলবন্দরের অসাধু ব্যবসায়ীদের চলমান রাজস্ব ফাঁকির পায়তার ও অসাধু কর্মকর্তাদের অনিয়ম-দূর্নীতি তুলে ধরে বিভিন্ন পত্র-পত্রিকাসহ অনলাইন পোর্টালে প্রতিবেদন প্রকাশ হলেও কার্যত পদক্ষেপ গ্রহণ করেননি এনবিআর।ফলে অসাধু ব্যবসায়ী ও তাদের দোসর সরকারী কর্মকর্তারাও বাড়তি আয়ের আশায় উৎসাহী হচ্ছে অপকর্মে জড়াতে। এতে করে রাজস্ব আদায় কম হলেও ফুুলে ফেঁফে ওঠছে অসাধু কর্মকর্তাদের অর্থবিত্ত।

সর্বশেষ ২৬ জানুয়ারী রবিবার যশোর থেকে প্রকাশতি দৈনিক প্রতিদিনের কথায় “ বেনাপোল কাস্টমস হাউস এবং স্থলবন্দর কর্তৃপক্ষের অনিয়ম-দূর্নীতি তুঙ্গে,ছয় মাসে পণ্য আমদানি কমেছে সাড়ে ৮ হাজার টন! টার্গেটের চেয়ে ১১৫ কোটি টাকা কম রাজস্ব আদায়” শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনটিতে বেনাপোল কাসটমস কমিশনার,জেসি,শুল্ক গোয়েন্দার ডিডি পারভেজ,বন্দরের পরিচালক মামুন তরফদারসহ শুল্ক ফাঁকি দেওয়া একাধিক সি এন্ড এফ এজেন্টের নাম ওঠে আসলে রাজস্ব ধসের কারন অনুসন্ধানে ব্যাপক খোঁজ খবর চালানো হয়।

বেনাপোল কাস্টমস হাউসের অসাধু কর্মকর্তাদের লাগামহীন ঘুস বানিজ্যের মুখে ইচ্ছে মাফিক পণ্য শুল্কায়নে আমদানিকারকরা বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে নিরুৎসাহিত হওয়ায় রাজস্ব আহরোনে ধস নেমেছে।

বেনাপোল কাস্টমসে ইমিটেশন জুয়েলারি শুল্কায়ণে বৈষম্যের স্বীকার হয়ে ব্যবসায়িকভাবে লোকসান খাওয়া ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান মা ট্রেডার্স, রিপ্লেস লিমিটেড ও সালমান এন্টার প্রাইজের মালিকরা জানান,বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের হেয়ালিপনায় দুই মাস ধরে পণ্য শুল্ক নির্ধারন না করে আমদানি পণ্য বন্দরে ফেলে রাখায় কোটি টাকার উপর লোকসান খেয়েছেন তারা।

তাদের দেওয়া তথ্য মতে ২০২৪ সালের জুন মাসে ভারত হতে বেনাপোল বন্দরে তিন চালানে ৯২ হাজার ৭৪৩ কেজি ইমিটেশন জুয়েলারি পণ্য আমদানি করে। পূর্বে সোনামসজিদ বন্দর দিয়ে তারা একই পণ্য আমদানি করে ৫ ডলার শুল্কধার্যে ছাড় করালেও বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ ৮ ডলার ধার্য্য করে শুল্কায়ন করে।

আমদানি কারকরা অপারগতা প্রকাশ করে কাস্টমস কমিশনারকে চিঠি দিয়ে অন্যান্য স্টেশনের ন্যায় শুল্ক নির্ধারনের আবেদন জানান। বেনাপোল কাস্টমসের অসাধু কর্মকর্তাদের ঘুসবানিজ্যের প্রস্তাবে সাড়া না দিলে পণ্য শুল্ক ধার্যে হয়রানী পোহাতে থাকেন। পরবর্তী সময়ে আইনানুগ পক্রিয়ায় এনবিআর এর চেয়ারম্যানের হস্তক্ষেপে আমদানিকারকরা সমাধান পেয়েছেন বলে আরো জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সি এন্ড এফ এজেন্ট প্রতিনিধি অভিযোগ জানিয়ে বলেন,বেনাপোল কাস্টমস হাউসে অফিসার টেবিলে ফাইল প্রতি ৩ হতে ১০ হাজার টাকা না দিলে ফাইলে সাক্ষর মেলেনা।

বেনাপোল কাস্টমস হাউসের জেসির অফিস কক্ষের সামনে গেলে এমন  অভিযোগের সত্যতা মেলে। দেখা যায় জেসির ঘুসের টাকা উত্তোলনকারী এনজিও ফয়সালের ( বহিরাগত )। ফাইল সাক্ষর করতে আসা সকলেই দেখা করছে তার সাথে। দেন দরবার শেষে নিজেই ফাইল বহনকারীকে সাথে নিয়ে ঢুকছে কর্মকর্তার রুমে। আমদানিকারকের পণ্য ফাইল আটকিয়ে কর্মকর্তার নামে কৌশলে বড় অঙ্কের ঘুসের টাকা দাবি ও না পেলে ফাইল আটকিয়ে হয়রানী করার একাধিক অভিযোগ রয়েছে ফয়সালের বিরুদ্ধে।

মুঠোফোনে ফয়সালের সাথে সি এন্ড এফ এজেন্ট প্রতিনিধিদের কাছ হতে টাকা তোলার কারন জিজ্ঞাসায় তিনি জানান, আগে তিনি জেসির এনজিও হিসাবে কাজ করলেও এখন আর কাস্টমস হাইসে কাজ করেননা।

স্থানীয় একাধিক সূত্র হতে জানা যায়,বেনাপোল কাস্টমসের ওসাধু কর্মকর্তারা তাদের ঘুস বানিজ্য বহাল তবিয়তে চালাতে স্থানীয় কয়েকটি সি এন্ড এফ এজেন্ট প্রতিষ্ঠানকে পণ্য ছাড়ে বিশেষ সুবিধা দিয়ে থাকে।এছাড়াও সব কাজে ঢাল হিসাবে ব্যবহার করেন সি এন্ড এফ এজেন্ট ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দদের।যে কারনে তাদের অপকর্মের সংবাদ ফলাও করে প্রিন্টও ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে তেমন প্রচার হয়না।

প্রবেশাধিকার সংরক্ষিত এলাকায় সরকারি ভাবে নিয়োগ প্রাপ্ত কাস্টমস সিপাহী থাকতে সরকারী প্রতিষ্ঠানে ফয়সালের মত বহিরাগতরা(এনজিও)কোন পক্রিয়ায় কাস্টমস হাউসে প্রবেশ করে আমদানিকারক প্রতিনিধিদের হয়রানী করে এমন প্রশ্নের উত্তর জানতে খোদ কাস্টমস কমিশনার মোঃ কামরুজ্জামানের মুঠো ফোনে বারংবার কল দিলেও রিসিভ না করায় বক্তব্য জানা যাইনী।

বেনাপোল কাস্টমসহাউসের চলমান বৈষম্য ও জিম্মিদশা দূর করে স্বচ্ছ প্রক্রিয়ায় কাজের গতিশীলতা অনায়নে এনবিআরসহ সংশ্লিষ্ঠ মন্ত্রাণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন স্টেশনটির সাধারন ব্যবসায়ীরা।

সি/২/৩/( সংশোধিত )

সর্বশেষ - সারাদেশ