যশোর আজ শনিবার , ১২ অক্টোবর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

সাদুল্লাপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী নিহত

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ১২, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ
সাদুল্লাপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী নিহত
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

আঃ খালেক মন্ডল :: গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাটের জাতীয় মহাসড়কে ব্রিজের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী এক অজ্ঞাত ব্যক্তি (৪৫) নিহত হয়েছে।

শনিবার ( ১২ অক্টোবর ) ভোরের দিকে ঢাকা-রংপুর মহসসড়কের উপজেলার ধাপেরহাটের আন্ডার পাসের দক্ষিণ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা মা আনোয়ারা নামের একটি যাত্রীবাহী রংপুরে দিকে দ্রুতগতিতে যাচ্ছিল। উপজেলার ধাপেরহাট আন্ডার পাসের দক্ষিণ দিকে পৌছলে অজ্ঞাত ওই ব্যক্তি সড়ক পারাপার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ইনচার্জ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে এক অজ্ঞাত ব্যক্তি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে মরদেহটি থেতলে যাওয়ায় তাৎক্ষনিক পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দূর্ঘটনায় কবলিত বাসটি আটক করে হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

সর্বশেষ - সারাদেশ