খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫০ পরিবারের মাঝে বগুড়া জেলা ইটভাটা মালিক সমিতি’র উদ্যোগে এবং হোটেল গাইরিং ও জাবারাং কল্যাণ সমিতি’র ব্যবস্থাপনায় থেকে ৭দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার( ০৯সেপ্টেম্বর ) বিকালে খাগড়াছড়ি জেলা সদরস্থ হোটেল গাইরিং প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০পরিবার ও পেরাছড়া ইউনিয়ন পরিষদে ৩০০পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে জাবারাং কল্যাণ সমিতি’র চেয়ারপার্সন এস অনন্ত বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ব্রিকফিল্ড মালিক সমিতি’র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন খান।
এ দিন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫’শ ৫০পরিবারের মাঝে চাউল,ডাল,তেল,সাবান,লবণ,মরিচের গুড়া,হুইল পাউডার,পেয়াঁজ,আলুসহ সাতদিনের বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শাহীন,কার্যকরী পরিষদের সদস্য নজরুল ইসলাম,মোঃ রায়হান আলী,মোঃ মোস্তাফিজ, রুহুল আমিন,মোঃনুরুল হুদা,জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা,পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়রম্যান তপন বিকাশ ত্রিপুরাসহ আরও অনেকে।