যশোর আজ রবিবার , ৪ আগস্ট ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বেনাপোল পৌরসভার বাজেট ঘোষণা

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ৪, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ
বেনাপোল পৌরসভার বাজেট ঘোষণা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

হাসানুজ্জামান,বেনাপোল প্রতিনিধি :: “ স্মার্ট বেনাপোল পৌরসভা গড়ার অঙ্গীকার,জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার” এই প্রত্যয়কে সামনে রেখে দেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে  যশোরের বেনাপোল পৌরসভার ২০২৪-২৫ অর্থ বৎসর এর বাজেট ঘোষিত হয়েছে।

রোববার ( ৪ আগস্ট ) সকালে বেনাপোল পৌরসভার সভাকক্ষে, বীর মুত্তিযোদ্ধা,উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্ম কর্তা,এলাকার সূধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, কাউন্সিলরবৃন্দ,পৌর কর্মকর্তা ও কর্মচারীগণ, বিজিবি,বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা,পৌরসভার ৯টি ওয়ার্ডের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দদের উপস্থিতে  ১৪০ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ৭শত ১১টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র নাসির উদ্দিন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  ৮৫,যশোর-১ শার্শার জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি।

পৌর মেয়র নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , বেনাপোল কাস্টমস কমিশনার জনাব মোঃ আব্দুল হাকিম,স্থানীয় সরকার যশোরের উপ পরিচালক জনাব মোঃ রফিকুল হাসান, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহারব হোসেন,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, নাভারন সার্কেলের সিনিয়র এ এসপি নিশাত আল নাহিয়ান ও বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক জনাব মোঃ রেজাউল করিম।

এর আগে অতিথিবৃন্দের উত্তরিও ও সন্মাননা স্মারক হিসাবে ক্রেস্ট প্রদান করেন মেয়রসহ বর্তমান পৌর পরিষদবর্গ।ঘোষিত বাজেটে পৌর এলাকার রাস্তা,ড্রেন নির্মান,সড়কবাতি সম্প্রসারণ,ফুটপাত নির্মাণসহ দুঃস্থ ও অসহায় মহিলাদের কর্মসংস্থান সৃষ্টিতে সেলাই কাজের প্রশিক্ষনের ব্যবস্থা এবং বিনামূল্য সেলাই মেশিন প্রদান,পৌর এলাকার নাগরিকদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা ও বিনোদনের জন্য পার্ক তৈরী প্রাধান্য পেয়েছে।

সর্বশেষ - সারাদেশ