নড়াইল প্রতিনিধি :: নড়াইলের ভওয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগানসহ নূর নবী শেখ ওরফে নুরু মিয়া ( ৩৮)নামের সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব।গ্রেফতারকৃত সন্ত্রাসী নড়াইল জেলার সদরথানাধীন ভওয়াখালী গ্রামের মৃত ফুল মিয়া শেখের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ( ১৭ জানুয়ারী ) খুলনা র্যাব -৬ এর যশোর ক্যাম্পের সদস্যরা নুরু মিয়াকে গ্রেফতার করে।এ সময় তার হেফাযতে থাকা অস্ত্র উদ্ধার করে র্যাব।র্যাবের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানা যায়,গ্রেফতারকৃতের নামে নড়াইলের সদর থানায় ১টি মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃতের নামে অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে আরো জানা গেছে।