যশোর আজ বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

মেয়াদ উত্তীর্ণ ও অস্বাস্থ্যকর ব্যাকারী সামগ্রীতে ছয়লাপ শার্শার বাজার

প্রতিবেদক
Jashore Post
এপ্রিল ৩০, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ
মেয়াদ উত্তীর্ণ ও অস্বাস্থ্যকর ব্যাকারী সামগ্রীতে ছয়লাপ শার্শার বাজার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

মাহমুদুল হাসান :: মেয়াদ উত্তীর্ণ ও ক্ষতিকর রাসয়নিক পদার্থ মিশ্রিত বেকারী সামগ্রীতে ছয়লাপ এখন শার্শার বাজার। নিয়মিত বাজার মনিটরিং ও সংশ্লিষ্ট প্রসাশনিক কর্মকর্তাদের নজরদারীর অভাবে অসৎ ব্যবসায়ীদের অধিক মুনাফার আশায় প্রতিষ্ঠানে রাখা অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী ক্রয় করে ভোক্তারা প্রতারিত হওয়ার সাথে নিয়ত স্বাস্থ্য ঝঁকিতে পড়লেও দেখার কেউ নেই।

গত সোমবার ( ২৮ এপ্রিল )পাশ্ববর্তী উপজেলা চৌগাছায় খাদ্য অধিদপ্তরের অভিযানে ভ্রাম্যমাণ ল্যাবে পরীক্ষায় পাউরুটিতে ক্যান্সার তৈরীর সহায়ক পটাশিয়াম ব্রোমেটের অস্তিত্ব পাওয়ার খবর প্রকাশিত হলে আতঙ্ক ও সংশয় তৈরী হয় শার্শার জনগনের মাঝে।

উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের জনসংখ্যার আধিক্যে জনসাধারনের দৈনন্দিন খাদ্য সামগ্রীর চাহিদা মেটাতে হাট বাজার ও গ্রামগঞ্জ গুলোতে দোকান পাটের সংখ্যা কয়েক হাজার।যেখানে প্রতিনিয়ত বিক্রয় হয় শিশু খাদ্য,ফাস্ট ফুড,আইসক্রীম,কোমল পানীয়,চা-কফি ও বেকারী সামগ্রী। যাহার অধিকাংশই নকল পন্য ওঅস্বাস্থ্যকর। অসচেতনতা ও অজানায় স্বাস্থ্য ঝুঁকিতে উপজেলাটির অসংখ্য মানুষ।

দৈনন্দিন কর্মব্যস্তাতায় মানুষ পরিবারের চাহিদা মেটাতে তড়িঘড়ি করে এ সমস্ত দোকান হতে বুঝে না বুঝেই অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী কিনে প্রতারিত হলেও কখনো লোক লজ্জার ভয়ে আবার কখন দুরত্ব কিংবা ঝামেলা এড়াতে অভিযোগ না দেওয়ায় ওসাধু ব্যবসায়ীরা দিন দিন অর্থনৈতিক ভাবে ফুলে ফেঁপে ওঠছে।

বেনাপোল পৌর এলাকার স্বপ্না বেকারীসহ উপজেলার কয়েকটি বেকারী পন্য উৎপাদনের কারখানা ঘুরে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে ও বি এসটি আই এর শর্ত ভঙ্গ করেই তৈরী হচ্ছে বেকারী পণ্য সামগী। খাদ্য পণ্যের বিক্রিত মূল্য অনুযায়ী মান এবং ওজন প্রশ্নবিদ্ধ ভোক্তাদের কাছে।

বাস টার্মিনাল ও উপজেলার শাখা রোড গুলোর প্রবেশ মুখ সংলগ্ন একাধিক দোকানে দেখা যায় বিক্রয়ের উদ্দেশ্যে রাখা পাওরুটি,কেক,কোমল পানীয় ও পটেটো চিপসের মেয়াদ উত্তীর্ন যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

বেনাপোল বাজারে নকল ও ভেজাল খাদ্য সামগ্রী থাকার সত্যতা নিশ্চিত করে বেনাপোল পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর রশিদা বলেন,রাজধানীসহ অন্যান্য জেলা হতে নকল খাদ্য সামগ্রী উৎপাদিত হয়ে আসায় আমাদের অভিযানিক কার্যক্রম তেমন সফলতা পায়না।

এ বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় যশোরের নিরাপদ খাদ্য অফিসার আব্দুর রহমান জানান,জেলাব্যাপী নিরাপদ খাদ্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্ত অসাধু ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - সারাদেশ