যশোর আজ শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বেনাপোল ইমিগ্রেশানে আগত পাসপোর্ট যাত্রীর মৃত্যু ঘটনায় গ্রেফতার-৩

প্রতিবেদক
Jashore Post
ডিসেম্বর ২৭, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ
বেনাপোল ইমিগ্রেশানে আগত পাসপোর্ট যাত্রীর মৃত্যু ঘটনায় গ্রেফতার-৩
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বেনাপোল প্রতিনিধি :: বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশান দিয়ে ভারতে চিকিৎসার উদ্দেশ্যে আসা নারয়নগঞ্জ জেলার কাঞ্চন গ্রামের মনোজকর( ৭০ )এর মৃত্যুর ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- যশোর জেলার বেনাপোল পোর্টথানাধীন বড় আঁচড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে শোয়েব আক্তার ( ২৮ ),জাবের শেখের ছেলে শেখ রাহাদ আন্তর ( ২৫ ) ও একই গ্রামের ইউসুফ আলরি ছেলে আব্দুল কাদের ( ৩২)।

বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা যায়, গত ২১ ডিসেম্বর ২৪ ইং তারিখে ভারতে হৃদরোগের চিকিৎসার জন্য মনোজ কুমার কর তার মেয়ে অবন্তি করকে নিয়ে ভোর সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশানে আসলে আসামিরা ফুসলিয়ে তাদেরকে ইমিগ্রেশান সংলগ্ন ওয়ান ব্যাংকের পাশের গলিতে নিয়ে ব্ল্যাকমেলিং এর মাধ্যমে ১ লাখ টাকা চাঁদা দাবী করে।

নিরুপায় হয়ে ভূক্তভোগীরা ৩৫ হাজার টাকা চাঁদা দিয়ে ভারতে চলে যান। চাঁদাবাজির ঘটনায় চিন্তা ও হতাশায় বৃদ্ধ মনোজ কর আরো অসুস্থ হয়ে পড়লে তাকে ভারতের কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ ডিসেম্বর মনোজকর মারা যান। গত ২৬ ডিসেম্বর মৃত বাবাকে নিয়ে দেশে ফিরে মেয়ে অবন্তি বাবার মৃত্যুর ঘটনা বেনাপোল পোর্টথানা পুলিশকে জানিয়ে থানায় এজাহার দায়ের করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )রাসেল মিয়া মামলার সত্যতা নিশ্চিত করে জানান,এজাহারের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় ৩ আসামীকে ধরতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে ও বাকী আসামীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শোকাহত অবন্তি কর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশান এলাকার আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যম কর্মীদের জানান,স্বাধীন দেশের আন্তর্জাতিকমানের প্যাসেঞ্জার টার্মিনালে পাসপোর্ট যাত্রীদের নিরাপত্তাহীনতা কখনো কাম্য নই। তার বাবার মৃত্যু ঘটনার পুনারবৃত্তি যেন না ঘটে সেজন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বেনাপোল এলাকার গনমাধ্যমকর্মী মাসুদ বিশ্বাস জানান,বেনাপোলের চেকপোস্ট ইমিগ্রেশন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ও দালাল চক্র-ছিনতাইকারী দমনে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা অতীব জরুরী।

উল্লেখ্য বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের কলকাতার দুরুত্ব ( ৮০ কিলো মিটার ) কম হওয়ায় চিকিৎসা ,ব্যবসা ও ভ্রমনের জন্য পাসপোর্টযাত্রীদের পছন্দের রুট বেনাপোল ইমিগ্রেশান। এ পথে দৈনিক ৫/৬ হাজার যাত্রী পারাপার করে থাকে। দেশের বিভিন জেলা শহর হতে রাত-বেরাত অসংখ্য পাসপোর্ট যাত্রী ইমিগ্রেশান এলাকায় এসে ভিড় জমায়।

বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষ রিতীমত প্যাসেঞ্জার টার্মিনাল চার্জ গ্রহণ করলেও যাত্রীদের বিশ্রামাগার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারেনী। ওল্টো বাড়তি আয়ের আশায় স্টেশনটির নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার,পিমা সদস্য,পুলিশ,আর্মস ব্যাটালিয়ন বহিরাগতদের ইমিগ্রেশানের ভিতর প্রবেশের সুযোগ করে দিয়ে পাসপোর্টযাত্রীদের কাছ হতে কৌশলে বই প্রতি ১শ হতে ২ হাজার টাকা পর্যন্ত উত্তোলন করে থাকে।

এ বিষয়ে দেশের সনামধন্য পত্র-পত্রিকা, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়াসহ টিভি চ্যানেলে খবর প্রকাশ হলেও দালাল,ছিনতাইকারী ও ঘুস বানিজ্য মুক্ত ইমিগ্রেশান ব্যবস্থাপনা চালু করতে পারেনী সংশ্লিষ্টরা।তাই আজো সরকারকে রিতীমত ভ্রমণ কর দিয়ে ভারতে চিকিৎসানীতে বেনাপোল ইমিগ্রেশানে এসে চাঁদাবাজদের কবলে পড়ে অকাল মৃত্যুর কবলে পড়তে হলো আবসর প্রাপ্ত স্কুল শিক্ষক মনোজ করকে।

সর্বশেষ - সারাদেশ