সর্বশেষ খবরঃ

বেনাপোলে দুদকের অভিযানকে ঘীরে গণমাধ্যমকর্মীদের দুয়ো ধ্বনি

বেনাপোলে দুদকের অভিযানকে ঘীরে গণমাধ্যমকর্মীদের দুয়ো ধ্বনি
বেনাপোলে দুদকের অভিযানকে ঘীরে গণমাধ্যমকর্মীদের দুয়ো ধ্বনি

মাহমুদুল হাসান

বেনাপোল কাস্টমস হাউসে সোমবার ( ৬ অক্টোবর ) দুর্নীতি দমন কমিশন ( দুদক )যশোরের সমন্বিত কার্যালয়ের তদন্ত দলের অভিযানকে ঘীরে ধোঁয়াশা সৃষ্টি হওয়ায় গণমাধ্যমকর্মীদের দুয়ো ধ্বনিতে নির্বিকার হয়ে পড়ে তদন্ত দলের সদস্যরা। একই সাথে সাংবাদিকদের সাথে দুদক তদন্ত দলের সদস্যদের অশোভন আচরনের জন্য দুদকের গাড়ী অবোরধ করে গণ্যমাধ্যম কর্মীরা।

এসময় “ ঘুসখোর দুদক”,“ ভুয়া”,“ রফাদফা” ইত্যাদি স্লোগানে কাস্টমস হাউস প্রাঙ্গন মুখরিত করে তোলে গণমাধ্যমকর্মীরা।প্রায় আধা ঘন্টা ধরে গাড়ীতে অবরুদ্ধ থাকার পর বেনাপোল পোর্টথানা পুলিশ ও সাংবাদিক নেতাদের মধ্যস্থতায় দুদুক কর্মকর্তা অশোভন আচরনের জন্য ক্ষমা চাইলে গণমাধ্যমকর্মীরা অবরোধ তুলে নিলে দুদকের তদন্তদল ঘটনা স্থল ত্যাগ করে বলে জানা গেছে।

অবরোধে অংশ নেওয়া গণমাধ্যমকর্মীরা জানান, গতকাল সোমবার বিকাল আনুমানিক চারটায় বেনাপোল কাস্টমস হাউসের ৬নং গ্রুপের দায়িত্বে থাকা রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তারের ঘুসের টাকা বহনকারী হাসিবুল (৩৫)নামের এক যুবককে বেনাপোল কাস্টমস হাউসের সন্মুখ হতে ২ লাখ ৭৬ হাজার টাকাসহ আটক করে বেনাপোলে অভিযানে আসা দুদকের তদন্ত দলের সদস্যরা।

তাকে নিয়ে রাজস্বকর্মকর্তা শামিমা আক্তারের রুমে যান এবং তাকেও প্রাথমিকভাবে আটকের কথা জানায় অভিযানের নেতৃত্ব দেওয়া দুদক যশোরের উপ পরিচালক সালাউদ্দিন। এরপর নাটকীয় ভাবে ৪ ঘন্টা৩০ মিনিট ধরে শামিমা আক্তারকে জিজ্ঞাসাবাদ শেষে তার সহযোগী হাসিবকে গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করে ও শামিমাকে ছেড়ে দিয়ে তদন্তদলের সদস্যরা ফিরে যাওয়ার জন্য গাড়ীতে ওঠেন।

জিজ্ঞাসাবাদকালীন সময়ে রুম অবরুদ্ধ করে রাখা হয়  এবং সেখানে কোন সাংবাদকিকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি অভিযানের প্রেসব্রিফিং পেতে অভিযানের নেতৃত্বদেওয়া দুদক কর্মকর্তাকে সাংবাদিকরা বারংবার তাগিদ দিলেও তিনি ৫/১০ মিনিট সময় চেয়ে কালেক্ষেপন করেন।

অভিযান শেষে তদন্তদল ফিরে যাওয়ার সময় অপেক্ষারত সাংবাদিকরা দুদকের গাড়ীর গতিপথ অবরোধ করে রাজস্ব কর্মকর্তা শামিমার গ্রেফতার না করার কারন জানতে চাইলে দুদক কর্মকর্তা গ্রহণযোগ্য ব্যখা না দেওয়ায় সাংবাদিকরা ক্ষিপ্ত হয়।

গনমাধ্যমকর্মীদের অভিযোগ বিষয়ে জানতে যশোরের উপ পরিচালক সালাউদ্দিনের মুঠো ফোনে বারংবার কল দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যাইনী।

যশোর থেকে প্রকাশিত প্রতিদিনের কথা পত্রিকার বেনাপোল প্রতিনিধি আনিসুর রহমান অবরোধ কালীন সময়ে তার ফেসবুক আইডির লাইভে যুক্ত হয়ে জানান,আটক নারী রাজস্ব কর্মকর্তা শামিমার সাথে ১ কোটি টাকার লেনদেন চুক্তিতে দুদক তদন্তদল কৌশলে রাজস্ব কর্মকর্তাকে বাঁচিয়ে তারসহযোগী হাসিবকে অন্যায় ভাবে ফাঁসিয়েছে।

এমন প্রশ্নে দুদকের কর্মকর্তা বলেন যেহেতু জব্দকৃত টাকাটা হাসিবের কাছে পাওয়া গেছে সেহেতু তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাজস্ব কর্মকর্তা শামিমা স্বীকার করেছেন জব্দকৃত টাকাটা হাসিব তার নিকট নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বহন করছিলো সুতারাং উর্দ্ধতন কাস্টমস কর্মকর্তাদের সাথে আলোচনা করে তাদের উভয়ের মুঠো ফোন জব্দ করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে  এবং এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযান এখন টক অব দা টাউনে পরিনত হয়েছে। দুদকের অভিযানকে ঘীরে নানা আলোচনা সমালোচানা চলছে কৌতুহলী জনসাধারনের মাঝে। তবে কি ক্ষোদ দুর্নীতি দমন কমিশনের ( দুদক ) কর্তা ব্যাক্তিরা দূর্নীতিগ্রস্থ এমন প্রশ্ন?এখন জনমনে।

আরো খবর

নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
দুমকির আলগীতে কারেন্ট জালসহ আটক-২
দুমকির আলগীতে কারেন্ট জালসহ আটক-২
প্রতিবন্ধী রবিউল ইসলামের কাঁধে আরেক বোঝা প্রতিবন্ধী কন্যা
প্রতিবন্ধী রবিউল ইসলামের কাঁধে আরেক বোঝা প্রতিবন্ধী কন্যা
হাজার প্রদীপ জ্বেলে ও আকাশে ফানুস উড়িয়ে শান্তি ও সম্প্রীতির প্রার্থনা
খাগড়াছড়িতে হাজার প্রদীপ জ্বেলে ও আকাশে ফানুস উড়িয়ে শান্তি ও সম্প্রীতির প্রার্থনা
আবরার ফাহাদের মৃত্যু বার্ষিকীতে শ্যামনগরে ছাত্রদলের দোয়া মাহফিল
আবরার ফাহাদের মৃত্যু বার্ষিকীতে শ্যামনগরে ছাত্রদলের দোয়া মাহফিল
দিনাজপুরে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত
দিনাজপুরে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত
বেনাপোল কাস্টমসের সেই নারী রাজস্ব কর্মকর্তা শ্রীঘরে
বেনাপোল কাস্টমসের সেই নারী রাজস্ব কর্মকর্তা শ্রীঘরে