যশোর আজ রবিবার , ২১ নভেম্বর ২০২১ ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বেনাপোলে ককটেল ও বোমা তৈরীর উপকরণসহ ৪জন গ্রেপ্তার

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ২১, ২০২১ ১১:৪৯ পূর্বাহ্ণ
বেনাপোলে ককটেল ও বোমা তৈরীর উপকরণসহ ৪জন গ্রেপ্তার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

যশোর প্রতিনিধি:: যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে বালুন্ডা গ্রাম হতে বিপুল পরিমান বোমা তৈরীর সরঞ্জাম ( বিষ্ফোরক দ্রব্য ) ও ১০টি ককটেল উদ্ধারসহ এলাকার ৪জন চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছেন।

শনিবার ( ২০নভেম্বর ) সকালে তাদের গ্রেপ্তার করেন বেনাপোল পোর্টথানা পুলিশের একটি চৌকস দল।

গ্রেপ্তারকৃতরা হলো,বেনাপোল পোর্টথানাধীন মহিষাডাঙ্গা গ্রামের আলী হোসেন মোড়লের ছেলে জাহিদ হোসেন (২১),গোলাম হোসেন মোড়লের ছেলে আলা হোসেন (২৬),সমির মোড়লের ছেলে সজিব মোড়ল(২৩) ও কদমতলা বারোপোতা গ্রামের মৃত তোফাজ্জেল সর্দ্দারের ছেলে আজগর আলী (৫০)।

যশোর জেলা পুলিশের দেওয়া এক তথ্য হতে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেনাপোল পোর্টথানা পুলিশের এস আই রোকনুজ্জামান সঙ্গীয় অফিসার পুলিশ ফোর্স সহায়তায় উপজেলার বালুন্ডা গ্রামে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান বিষ্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধারসহ ৪ চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা শার্শা উপজেলার আসন্ন ২৮ নভেম্বর ইউপি নির্বাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে পুটখালী ইউনিয়নের সতন্ত্র প্রার্থী নাসির ওরফে গরু নাসিরের সমর্থনে এলাকায় আধিপত্য বিস্তার করার জন্য বোমা ও বিষ্ফোরক দ্রব্যের মজুদ করে নিজেদের দখলে রেখেছিলো বলে পুলিশি জিঙ্গাসাবাদে স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে আরো জানা গেছে।

উল্লেখ্য শার্শা উপজেলার ২৮ নভেম্বর আসন্ন ১০ ইউপি নির্বাচনকে ঘীরে ইতিমধ্যে একাধিক ইউনিয়নে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটছে। এ ঘটনায় উপজেলার বাগ আঁচড়া ও গোগা ইউনিয়নে দু গ্রুপের সংঘর্সে ২জন নিহত সহ ৭০ জনের মত আহতের ঘটনা ঘটেছে। উপজেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ ভোটারদের মধ্যে ভিতী সঞ্চার ঘটেছে।

বর্তমানে শার্শা উপজেলা নির্বাচনী সহিংসতায় রেড জোনে রয়েছেন। কয়েকটি ইউনিয়নের নির্বাচনী মাঠ ( পরিবেশ ) শান্ত থাকলেও শেষ মূহুর্তে ভয়াবহ রুপ ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন উপজেলাবাসী।

সর্বশেষ - লাইফস্টাইল