বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল পৌরসভাধীন দিঘীরপাড় এলাকায় অবস্থিত একটি বহুতল ভবনে এনজি ডায়াগনষ্টিক এন্ড জেনারেল হসপিটাল লিঃ( প্রস্তাবিত )এর ব্যানার ঝুলিয়ে নিজেদেরকে অংশীদ্বারিত্বের ভিত্তিতে মালিক পরিচয় দিয়ে এলাকার নিরীহ জনসাধারনের কাছ হতে মাল্টি ডেভলপমেন্ট বিজনেস ও শেয়ার বিক্রির নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
ইতিমধ্যে বিষয়টি নিয়ে যশোর বার্তা ও দৈনিক নোয়াপাড়া পত্রিকাসহ একাধিক অনলাইন পোর্টালেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
স্থানীয়দের দেওয়া তথ্য মতে বেনাপোল পৌরসভাধীন দিঘীরপাড় এলাকার একটি ভবনে অবৈধ পক্রিয়ায় “এনজি ডায়গনস্টিক এন্ড জেনারেল হসপিটাল লিঃ”এর সাইনবোর্ড ঝুলিয়ে ক্লিনিক ব্যবসা পরিচালনার জন্য গ্রাহক প্রতি ৩ হতে ৫লাখ টাকায় শেয়ার বিক্রি করছে কর্তৃপক্ষ।
এ ছাড়াও সাইনবোর্ডকে পুঁজি করেই বৈধ্য কাজপত্র ছাড়াই দেদারসে মাল্টি লেভেল মার্কেটিং (এম এল এম )ব্যবসা পরিচালনা করছে চক্রটি। চক্রটির মূলহোতা শাহাবুদ্দিন বলে জানা গেলেও নেপথ্যে রনি গং রয়েছে বলে ধারনা করা হচ্ছে।
বিনিয়োগের ১মাসের পর দ্বিগুন টাকা ফেরত,গ্রাহক ঢোকালেই বোনাস প্রাপ্তি,এনজি গ্রুপের বিভিন্ন প্রতিষ্টানে মালিকানায় অংশিদারিত্বের সুযোগ,প্রতিদিনই নগদ ক্যাশ টাকা উত্তোলনের মত লোভনীয় অফার ঘোষনা দিয়ে সর্বনিন্ম ১১হাজার হতে শুরু করে বিভিন্ন ধাপে ৫৫হাজার,১লাখ ও ২লাখ টাকা নিয়ে বিনিয়োগকারী সংগ্রহ করছে চক্রটি।
কোম্পানীর এ চটকদার ঘোষণায় না বুঝেই টাকা বিনিয়োগের উপযুক্ত প্রমানপত্র ছাড়াই হুড়মুড়িয়ে পড়ছে এলাকার নিরীহ জনসাধারণ। শার্শা উপজেলার পান্তাপাড়া গ্রামের ইস্রাফিলের ছেলে আল মামুন ও বেনাপোলের মাদ্রাসা শিহ্মক আব্দুর রহমান এনজি ডায়গনস্টিক এন্ড জেনারেল হসপিটাল লিঃ বিনিয়োগ করার সত্যতা নিশ্চিত করে জানান,আমরা এখন কোম্পানীর প্রতিনিধি হয়ে মাঠ পর্যায়ে গ্রাহক সংগ্রহের কাজ করছি।
কোম্পানির মালিক বা এমডির পরিচয় জিজ্ঞাসায় তারা জানান,শার্শা উপজেলার দৌলৎপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ শাহাবুদ্দিন এনজি গ্রুপের ব্যবসায়িক পার্টনার ও এমডি।
তাদের দেওয়া তথ্য মতে এনজি এম এল এম কোম্পানীর বৈধতা জানতে মুঠোফোনে সাংবাদিক পরিচয়ে এমডি শাহাবুদ্দিনের সাথে কথা বললে তিনি প্রতিনিধিকে জানান,এধরনের ব্যবসার সাথে তিনি জড়িত নন। তবে এনজি ডায়গনস্টিক এন্ড জেনারেল হসপিটাল লিঃ( প্রস্তাবিত )নামে একটি প্রতিষ্ঠান খোলার জন্য তিনি কাগজ পত্র জমা দিয়েছেন যা প্রক্রিয়াধীন রয়েছে।
“এনজি ডায়গনস্টিক এন্ড জেনারেল হসপিটাল লিঃ” এর ব্যাপারে বেনাপোল পৌরসভায় খোঁজ খবর নিয়ে দেখা যায়,বিগত ২৭ অক্টোবর ২০২৪ সালে লাইসেন্স নং-০৩৩২৪ ও মালিকের নাম মোঃ জাহিদুল ইসলাম পিতাঃ মোঃ নুর ইসলাম,স্থায়ী ও অস্থায়ী ঠিকানা নামাজ গ্রাম,বেনাপোল শার্শা যশোহর বরাবর বেনাপোল পৌরকর্তৃপক্ষ একটি ট্রেডলাইসেন্স ইস্যু করেন।
এর ভিত্তিতে জাহিদুল ইসলাম স্বাস্থ্য অধিদপ্তর হতে হাসপাতাল পরিচালনার জন্য অনুমোদন পেতে একটি আবেদন জমা দিয়েছেন যা এখনো পক্রিয়াধীন রয়েছে।
হাসপাতালের জন্য জন্য লাইসেন্স এর আবেদন ও হাসপাতালের নির্ধারিত ভবনে সাইনবোর্ড ঝুলানোর সত্যতা নিশ্চিত করে জাহিদুল ইসলাম হোয়াটসঅ্যাপ কলে প্রতিনিধিকে জানান,খুব দ্রুতই হাসপাতালটি চালু করা হবে সে লক্ষ্যে সকল কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।পত্রিকায় প্রকাশিত সংবাদ মাধ্যমে এল এম এল ব্যবসা এবং তার প্রতিষ্ঠানের নাম ব্যবহার সম্পর্কে জেনেছেন।তিনি কোন ভাবেই এ ধরনের ব্যবসায় জড়িত নন বলে আরো জানান।
আবেদনকারীর ব্যাপারে অধিকতর খোঁজ চালালে দেখা যায়,ঢাকা বিভাগের সাভার থানাধীন রাঢ়ীবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে জাহিদুল ইসলাম।

আবেদনকারী স্বাস্থ্য মন্ত্রাণালয় বা তৎসংশ্লিষ্ট অফিস হতে লাইসেন্স প্রাপ্তির পূর্বে সাইনবোর্ড ঝুঁলিয়ে শেয়ার বিক্রির বৈধতা জানতে শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসানের মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান,এ ধরেনের কার্যক্রম সম্পূর্ন বেআইনী। কেউ যদি এ ধরনের কার্যক্রম পরিচালনা করে তাহলে বিষয়টি আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
হাসপাতাল চালুর পূর্বেই শেয়ার বিক্রি ও এম এল এম ব্যবসায় অধিক লাভ দেখিয়ে সদস্য বানিয়ে এলাকার নিরীহ জনসাধারনের টাকা কুক্ষিগত করা বেআইনী ও শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন এলাকার বিশিষ্টজনেরা।সাথে সাথে তারা এহেন কর্মকান্ড পরিচালনা রোধে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরসহ আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।