যশোর আজ সোমবার , ১৭ অক্টোবর ২০২২ ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বিজিবির অভিযানে ১০পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ১৭, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ
বিজিবির অভিযানে ১০পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বেনাপোল প্রতিনিধি :: বেনাপোল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিচ স্বর্ণের বারসহ অনিক কুমার বিশ্বাস ( ৩০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

সোমবার ( ১৭ অক্টোবর ) দুপুর ১২ টার সময় বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে এ স্বর্ণের চালান সহ আসামীকে আটক করা হয়। আটককৃত,মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার বিক্রমপুর নিমতলা গ্রামের মৃত বিমলেন্দু বিশ্বাসের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতে পাচারের উদ্দেশ্য স্বর্ণের একটি চালান বেনাপোল রেলস্টেশন এলাকা দিয়ে যাবে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন এক ব্যক্তিকে গতি রোধ করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে পায়ের জুতার মধ্যে থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্নের আনুমানিক বাজার মূল্য ৯৩ লক্ষ ৪৮ হাজার টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

সর্বশেষ - লাইফস্টাইল