যশোর আজ মঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বাংলাদেশে টিকটক নিষিদ্ধ হওয়ার খবর গুজব

প্রতিবেদক
Jashore Post
জানুয়ারি ২৩, ২০২৪ ৮:১৫ অপরাহ্ণ
বাংলাদেশে টিকটক নিষিদ্ধ হওয়ার খবর গুজব
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ছড়িয়ে পড়ে,দেশে নিষিদ্ধ হতে যাচ্ছে টিকটক। এ বিষয়ে টিকটকের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের জনসংযোগ বিভাগ থেকে গনমাধ্যমকে  জানানো হয়,এ ধরনের কিছু হয়নি। তথ্যটি যে গুজব,তা নিশ্চিত হওয়া গেলো টিকটকের সঙ্গে যোগাযোগ করে। তবে বিশ্বের অনেক দেশেই টিকটক নিষিদ্ধ করা হচ্ছে বলে জানা গেছে।

টিকটকের জনসংযোগ বিভাগ থেকে আরও জানানো হয়,ফেসবুকের যে পেজ থেকে এই গুজব ছড়ানো হচ্ছে সেটা একটা ফেক অ্যাকাউন্ট। নাম দিয়েছে ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’। ওটা সরকারের কোনও পেজ নয়। সরকারের কেউ এরকম কথা বলেনি।

টেলিযোগাযোগ খাতের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করেও দেশে টিকটক বন্ধ করার বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। কেউ এ বিষয়ে কিছু জানাতে পারেনি।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি সভাপতি মহিউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরনের টিকটক বন্ধের বিষয়ে বলে যাচ্ছেন, জনমত গঠনের চেষ্টা করছেন।

তিনি মনে করেন,এই মাধ্যম তরুণদের বিপথে নিয়ে যাচ্ছে।দেশের তরুণদের রক্ষা করতে হলে দেশে টিকটক নিষিদ্ধ করতে হবে।

 

সর্বশেষ - সারাদেশ