যশোর আজ মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

দিনাজপুরে দশ দিনব্যাপী বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রতিবেদক
Jashore Post
জুলাই ২৯, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ
দিনাজপুরে দশ দিনব্যাপী বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

চন্দন মিত্র( দিনাজপুর )প্রতিনিধি :: “পরিকল্পিত বনায়ন করি-সবুজ বাংলাদেশ গড়ি”-এই শ্লোগানকে সামনে রেখে ২৮জুলাই- ২০২৫ সোমবার দিনাজপুর ঐতিহাসিক গোড়-এ-শহীদ বড় ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ দিনাজপুরের আয়োজনে দশ দিনব্যাপী দিনাজপুর জেলা বৃক্ষরোপন অভিযান এবং বৃক্ষমেলা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বিকেল সাড়ে ৫টায় বড়মাঠে মেলা মঞ্চে বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি )এস এম হাবিবুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর মাসুদুল হক, বিএডিসি দিনাজপুরের উপ পরিচালক ডক্টর মোঃ সুলতানুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা ও বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা-২০২৫ এর সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন সরকার।এ সময় উপস্থিত ছিলেন বন বিভাগের সহকারী সংরক্ষক বেগম নুরুন্নাহার।

এরপর মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল সমূহের মধ্যে সনদপত্র প্রদান করা হয় এবং তিনটি স্টলকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করায় তিনজনকে ক্রেস্ট দেওয়া হয়।শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - সারাদেশ