যশোর আজ রবিবার , ২২ অক্টোবর ২০২৩ ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

জেলা প্রশাসক কার্যালয়ের ভূয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতানো প্রতারক গ্রেফতার

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ২২, ২০২৩ ৫:৪২ অপরাহ্ণ
জেলা প্রশাসক কার্যালয়ের ভূয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতানো প্রতারক গ্রেফতার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

নড়াইল প্রতিনিধি :: নড়াইল ও যশোর জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহায়ক পদের ভূয়া নিয়োগপত্র দিয়ে ৫ প্রার্থীর কাছ হতে ২৫ লাখ ২০ হাজার টাকা আত্নসাৎ মামলার প্রতারক আসামী এস এম রায়হান আলী ওরফে শওকত হোসেনকে ( ছদ্দনাম )গ্রেফতার করেছে নড়াইল জেলার গোয়েন্দা শাখার সদস্যরা। গ্রেফতার হওয়া প্রতারক রায়হান যশোর জেলার কোতয়ালী থানাধীন খড়কী গ্রামের সৈয়দ আলীর ছেলে।

শনিবার ( ২০ অক্টোবর ) সন্ধ্যায় তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে ডিবি সদস্য ও পুলিশের যৌথ অভিযানে নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা পরিচয় দানকারী ছদ্দনামধারী শওকত হোসেনকে গ্রেফতার করে।

এসময় তার কাছ হতে অবৈধ্য কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ,৩টি মোবাইল,৩টি পেন ড্রাইভ.৫টি ভূয়া নিয়োগ পত্র,৯টি বিভিন্ন সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নামের ছিল,৯টি ব্ল্যাঙ্ক স্টাম, যমুনা ব্যংকের ১ টি ব্ল্যাঙ্ক চেক ও ১১টি বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার করেন।এর আগে রুবেল হোসেন নামের এক ভূক্তভোগী ২০ অক্টোবর ২০২৩ ইং তারিখে প্রতারক শওকতের নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তে জানা যায়, ঐ প্রতারক নড়াইল জেলা প্রশাসকের সাথে তার ভালো সম্পর্ক রয়েছে জানিয়ে বিভিন্ন সময়ে ৫জন ভূক্তভোগীর কাছ বিভিন্ন জাগা হতে ২৫লাখ ২০হাজার টাকা নিয়ে তাদের জাল নিয়োগপত্র প্রদান করেছে।ভূক্তভোগীরা পরবর্তীতে জাল নিয়োগপত্র নিশ্চিত হয়ে প্রতারকের নামে মামলা রুজু করে।সংবাদ লেখাকালীন সময়ে গ্রেফতারকৃত প্রতারক আসামীকে কোর্টে সোপার্দের পক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত