যশোর আজ রবিবার , ১ জানুয়ারি ২০২৩ ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

গাঁছ কাটতে বলায় পরিবারের উপর দূবৃত্ত হামলা

প্রতিবেদক
Jashore Post
জানুয়ারি ১, ২০২৩ ১১:৪২ পূর্বাহ্ণ
গাঁছ কাটতে বলায় পরিবারের উপর দূবৃত্ত হামলা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বন্দরনগরী বেনাপোলে প্রতিবেশীকে গাছ কাটতে বলায় ইস্রাফিল পরিবারের উপর দূবৃত্ত হামলা চালিয়েছে আহাদ গংরা। মধ্যযুগীয় কায়দায় গৃহবধুর হাত পা বেধে মারপিট শেষে গলার স্বর্ণের চেইন ছিনিয়ে বলে অভিযোগ তুলেছেন ভূক্তভোগী জবেদা খাতুন।

ইতিমধ্যেই বিচার পেতে বেনাপোল পোর্টথানায় লিখিত অভিযোগ করেছেন বলে তিনি আরো জানান।গত ২৫ডিসেম্বর বেনাপোল পৌরসভার বেনাপোল গ্রামে এ দূবৃত্ত হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

দূর্বৃত্ত হামলার বর্ননায় ইস্রাফিলের মা পরিছন জানান,গত রবিবার দুপুরে পূর্বশত্রুতার জের ধরে কালুর নেতৃত্বে ৫/৬ জনের একটি সঙ্গবদ্ধ দল দেশীয় অস্ত্র লাঠি সোটা,দা,চাকু,রড,হাতুড় নিয়ে আমার বসত ভিটায় জোর পূর্বক প্রবেশ করে আমার ছেলেকে গালিগালাজ করতে থাকে।

আমার পুত্রবধু জবেদা খাতুন নিষেধ করলে প্রতিবেশী মমো ও ময়না জবেদাকে চুলের মুঠো ধরে হাত পা বেধে মারধর করেন। এসময় আহাদ জবেদার গলায় থাকা স্বর্ণের হাত ছিনিয়ে বলে আরো জানান।

আমার ছেলে ইস্রাফিল তার স্ত্রীকে বাঁচাতে ছুটে আসলে আহাদ গংরা তাদের কাছে থাকা দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। বর্তমানে আমার ছেলে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ও তার শরীরে একাধিক সেলাই দেওয়া হয়েছে। দূবত্ত হামলা চালিয়ে দূবৃত্তরা গাঁ ঢাকা দেওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নী। এ ঘটনায় পরিবারটিতে আতঙ্ক বিরাজমান।

ভূক্তভোগী জবেদা বলেন আহাদ গংরা অপকর্ম ঢাকতে বিভিন্ন ভাবে আমার পরিবারকে হুমকি দিচ্ছে। মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীকে ফাঁসাবে বলে শ্বাসচ্ছে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি।

ঘটনার সুবিচার পেতে প্রসাসনের হস্তক্ষেপ চেয়েছেন ভূক্তভোগী পরিবার।

সর্বশেষ - লাইফস্টাইল