যশোর আজ রবিবার , ৬ এপ্রিল ২০২৫ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

খাগড়াছড়িতে তীব্র পানি সংকটে সাত গ্রামের মানুষ

প্রতিবেদক
Jashore Post
এপ্রিল ৬, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ
খাগড়াছড়িতে তীব্র পানি সংকটে সাত গ্রামের মানুষ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে ৭টি গ্রামের প্রায় ৭০০পরিবার তীব্র পানির সংকটে রয়েছে। নদীসহ ছোট-বড় খাল ও ঝর্না শুকিয়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

খাগড়াছড়ি সদর উপজেলার ৪নং পেরাছড়া ইউনিয়নের কাপতলা পাড়া,ভাঙ্গামুড়া,পূর্ণবাসন পাড়াসহ ৭টি গ্রামের প্রায় ৭’শ পরিবারের বসবাস। এ পাড়ার একমাত্র পানির উৎস হলো দুটি ছড়া ও ছোট ছোট ৩টি কুয়া। তীব্র খরার কারণে কুয়ার পানি শুকিয়ে গেছে। এখন নালার নোংরা পানি ব্যবহার করতে হচ্ছে তাঁদের।

কাপতলা পাড়ার আশপাশের গ্রামের লোকজনেরও একই অবস্থা। এ বছর ডিসেম্বর মাসের শুরু থেকেই দেখা দিয়েছে পানির সংকট। ওই এলাকার খাওয়ার পানির ভরসা ছড়ার পাড়ে কুয়া। বর্ষায় সময় বৃষ্টির পানিতে কিছুটা সংকট কেটে গেলেও শুষ্ক মৌসুম এলে বেড়ে যায় পানির ভোগান্তি।

এছাগাও খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় এখন তীব্র পানির সংকট দেখা দিয়েছে। জেলার চেঙ্গী নদীসহ ছোট-বড় খাল ও পাহাড়ি ঝরনা শুকিয়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব এলাকার লোকজন বলেছেন,কেবল খরা নয়, নির্বিচার গাছ কাটা, প্রাকৃতিক বন উজাড় করে অতিরিক্ত সেগুনগাছ লাগানোর কারণে পানি পাওয়া যাচ্ছে না।

শচী রানী ত্রিপুরা জানান,আমরা ভোর ৪টায় ঘুম থেকে উঠে পাহাড় ডিঙিয়ে প্রায় তিন কিলোমিটার দূরে গিয়ে পানি আনতে হয়। বহু বছর ধরেই ডিসেম্বর থেকে জুন মাস পর্যন্ত এটি তাদের প্রতিদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে।

জগমালা ত্রিপুরা জানান,আমাদের সংসারে দৈনিক প্রয়োজন হয় অনেক বেশি। যখন যার সময় হয়, তখন তিনি দৈনন্দিন ব্যবহারের পানি নিয়ে আসেন। অনেক দূর থেকে পানি সংগ্রহ করতে হয়। কমপক্ষে ২থেকে আড়াই ঘন্টা সময় লাগে একবার পানি আনতে। পানি আনতে গিয়ে কূয়ায় গিয়ে অপেক্ষা করে থাকতে হয়। কুয়ার পানিও প্রায় শুকিয়ে যাচ্ছে। বাধ্য হয়ে ছড়া থেকে পানি সংগ্রহ করতে হয়।কুয়া ছাড়া পাড়ায় কোনো সুপেয় পানির ব্যবস্থা নেই।

জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার,আমাদের পাহাড়ের অন্যতম একটি বড় সমস্যা হচ্ছে সুপেয় পানির অভাব।পাহাড়ের মূল পানির উৎস হচ্ছে ছড়া এবং কূয়ার পানি।এখানে আসলেই ভূগর্ভস্থ পানি পাওয়া যায় না।বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এখানে যারা উন্নয়ন সহযোগী সংস্থা যারা আছেন,আমরা তাদের সাথে কথা বলেছি। কিভাবে আমরা এটি দূর করতে পারি,সেজন্য আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে।

ছড়ার পানিকে সংরক্ষণ করে তা পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের বিষয়ে আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে উচ্চ পর্যায়ে। যেটি ইতিমধ্যেই আলোচনাও হয়েছে। দিকনির্দেশনা পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ - সারাদেশ