আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার সাদুল্লাপুুুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শামসুল আলম ওরফে মিজানুর রহমানকে (৪৬) ঢাকা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
( ২৯ জুলাই ) দুপুরে গ্রেফতারকৃত আসামীকে গাইবান্ধা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত মিজানুর রহমান ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক পাকুরিয়া গ্রামের আমিনুর রহমান বাদশার ছেলে।
সাদুল্লাপুর থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কনক রঞ্জন বর্মন এ তথ্য নিশ্চিত করে বলেন, জিআর ৬৯৪/১৫, স্পেশাল ট্রাইবুনাল ৪৩/২০১৬ মামলায় আসামী মিজানুরকে ১৪ বছরের সাজাসহ ১০ হাজার টাকা জরিমানা করে বিজ্ঞ আদালত। এসময় আত্মসমর্পন না করে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখে শুক্রবার (২৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকার একটি এলাকা থেকে আসামী শামসুল আলম ওরফে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ মো. মাহাবুব আলম জানান, গ্রেফতারকৃত আসামীকে শনিবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Discussion about this post