রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি :: কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা মঙ্গলবার( ১৬ জানুয়ারি )বিকালে সাগরদাঁড়ি মধুমঞ্চে অনুষ্ঠিত হয়েছে।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আরবাউল হাছান মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনা অনুষ্ঠিত বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট কমলেশ মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, মণিরামপুর সার্কেলের এএসপি কাজী দাউদ হোসেন।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) তানভির হোসেন, থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত,খেলাঘরের আব্দুল মজিদ,কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিনিয়র সহ সভাপতি নাছির উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক তহমিনা খাতুন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমন প্রমুখ।
উল্লেখ্য সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৪ আগামী ১৯ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি ৯ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।