স্টাফ রিপোর্টার :: বাঁশখালী উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পন্ডিত কাটা এলাকায় পুকুরে ডুবে মাসুকা বেগম ( ২২ ) নামে এক গৃহবধূ ও তার ১বছর বয়সী ছেলে বোরহান উদ্দীনের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার পুঁইছুড়ি এলাকার পণ্ডিত কাটা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মাসুকা বেগম একই এলাকার বেলালের স্ত্রী।
স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, উপজেলায় পুঁইছুড়ি ইউনিয়নের পণ্ডিত কাটা এলাকায় মাসুকা বেগম বাড়ির পাশে পুকুরে ছেলেকে গোসল করাতে নেন। এসময় তার ১ বছর বয়সী ছেলে অসাবধানতা:বশত হাত থেকে ছুটে যায়।
এক পর্যায়ে ছেলে পুকুরের পানিতে তলিয়ে গেলে মা মাসুকা বেগম তাকে বাঁচাতে যান। কিন্তু সাঁতার না জানায় মা-ছেলে দুই জনেই পুকুরের পানিতে তলিয়ে যান।
বিষয়টি জানতে পেরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।