যশোর আজ রবিবার , ৩১ অক্টোবর ২০২১ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

সরকার ২৭ টাকা ধান ও ৪০টাকা কেজি দরে চাল কিনবে

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ৩১, ২০২১ ১১:২১ অপরাহ্ণ
সরকার ২৭ টাকা ধান ও ৪০টাকা কেজি দরে চাল কিনবে
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে প্রতি কেজি ধান ২৭ টাকা ও চাল ৪০ টাকায় সংগ্রহ করবে সরকার। আগামী ৭ নভেম্বর থেকে সারাদেশে এ সংগ্রহ অভিযান শুরু হবে। চলতি আমন মৌসুমে তিন লাখ টন ধান ও পাঁচ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।

এছাড়া আগামী বছর ১ এপ্রিল থেকে দেড় লাখ টন গম ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি কেজি গম ক্রয় করা হবে ২৮ টাকা দরে।

রবিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সভায় কৃষিমন্ত্রী ডঃ মোঃআব্দুর রাজ্জাক,অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

গত বছর আমন ধান ও চালের দাম ছিল যথাক্রমে ২৬ ও ৩৬ টাকা।

সর্বশেষ - লাইফস্টাইল