ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ শিল্পী সমিতির নির্বাচনে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।এ সম্পর্কে ফেরদৌস গণমাধ্যমকে বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচনে আমি থাকছি না। কারণ হিসেবে তিনি বলেন, শিল্পীরা নির্বাচন করতে গিয়ে নানা দলে ভাগাভাগি হয়ে যায়।
চিত্রনায়ক ফেরদৌস আরও বলেন, ‘আমি এখন সবার। সবার হয়ে কথা বলতে চাই। তাই এবার নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই চমক দেখিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জিতেছেন তিনি। পেয়েছিলেন ৬৫ হাজার ৮৯৮ ভোট।
এদিকে গত ১ ফেব্রুয়ারি শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। সেখানেই চূড়ান্ত হয়েছে ২০২৪-২৫ সালের দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ।
আগামী ১৯ এপ্রিল এফডিসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনের আপিল বোর্ডের সদস্য সামছুল আলম।