স্টাফ রিপোর্টার :: খুলনার চাঞ্চল্যকর কোরবান হত্যা মামলার অন্যতম প্রধান আসামী হৃদয় হাওলাদার ( ১৯) র্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ন র্যাবের হাতে গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার ( ৮ আগস্ট ) র্যাব-৬ এর খুলনা স্পোশাল কোম্পানির আভিযানিক দল লবনচরা থানাধীন রিয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
র্যাবের দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়,গ্রেফতারকৃত আসামী হত্যার স্বীকার কোরবানের পূর্ব পরিচিত। তুচ্ছ ঘটনায় গত ৭ আগস্ট কুরবানকে আসামী বাড়ি থেকে ডেকে নিয়ে খুলনা সদরথানাধীন নিরালা রোডের দিঘীরপাড় এলাকায় নিয়ে উপুর্যপুরি এলোপাতাড়ী কিল, ঘুসি মেরে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়।স্থানীয়রা উদ্ধার করে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক কোরবানকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনা বিষয়ে র্যাব সংবাদপ্রাপ্ত হয়ে আসামী গ্রেফতারের লক্ষে গোয়েন্দা তৎপরতা বাড়ায় ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার অন্যতম আসামী হৃদয়কে ধরতে সক্ষম হন।
গ্রেফতারকৃত আসামীকে কেএমপি খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post