যশোর প্রতিনিধি :: “ ভূমি সেবা সপ্তাহ ২০২২” এ ভূমি সেবায় গুরুত্বপূর্ন অবদানের স্বীকৃতিস্বরুপ যশোর জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার( ভূমি ) নির্বাচিত হয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলার সহকারী কমিশনার ( ভূমি ) ডাঃ নাজিব হাসান।
রবিবার ( ২২ মে ) দুপুর ৩টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ভূমি সেবা সপ্তাহ-২০২২ এর উদ্বোধন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে নির্বাচিত শ্রেষ্ঠ সহকারী কমিশনার ডাঃ নাজিব হাসানের হাতে এ সম্মামনা সনদ ও ক্রেষ্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের উর্দ্ধতণ কর্মকর্তাসহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। তার পুরষ্কার প্রাপ্তিতে ঝিকরগাছা উপজেলা পরিষদ,উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় অরাজনৈতিক সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
যশোর পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ঝিকরগাছা উপজেলার এই সুযোগ্য কর্মকর্তা মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে,তার অর্জনে ঝিকরগাছা উপজেলাবাসীর অকৃপণ সহযোগীতা পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন।