কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি :: ভোলার লালমোহনে দুটি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আসন্ন ইউপি নির্বাচনে ভোলায় চার বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করা হয়েছে। বহিষ্কৃতরা সকলেই আওয়ামীলীগ নেতা।
ভোলায় চার বিদ্রোহী প্রার্থী বহিস্কার
বৃহস্পতিবার ( ২৬ মে ) লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন ও সাধারণ সম্পাদক মোঃ ফকরুল আলম হাওলাদারের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাদেরকে বহিস্কার করা হয়।

লালমোহন উপজেলার ২নং কালমা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত। ৮নং রমাগঞ্জ ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী রমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, রমাগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মোসলে উদ্দিন লিটন ও উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার রাব্বিকে আওয়ামীলীগ থেকে বহিস্কার করা হয়েছে।https://jashorepost.com/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa/
বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার বিষয়টি গনমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন বাংলাদেশ আওয়ামীলীগের লালমোহন উপজেলা শাখার পদস্থ নেতৃবৃন্দ।
Discussion about this post