কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলা সদর উপজেলার ইলিশায় ২ কেজি গাঁজাসহ মোঃ ইয়াছিন আরাফাত (২৬) ও মোঃ জুয়েল মিজী (২৩) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার ( ১৭ জানুয়ারী ) বিকাল পৌনে ২ টার দিকে ভোলা সদর থানার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর সাকিনস্থ ইলিশা ফেরী ঘাট সংলগ্ন বেরিবাধের উপর থেকে তাদের আটক করা হয়।
ভোলা সদর মডেল থানার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ উপ-পরিদর্শক ( এসআই ) মোঃ ফরিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াছিন আরাফাত ও জুয়েল মিজী নামের দুই যুবককে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়।
তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Discussion about this post